- নতুন কিছু হয়নি লেখা দিন বহু দিন ধরে
- মিথ্যের কাছে বন্দী হয়ে রয়েছি স্বপ্ন ধারে।
- প্রভু দিন শেষে তোমার কাছে নেই অশ্রয়
- তোমার কছে করি যতো আকুতি মিনতি,
- তুমি দুঃখ ভোলায়ে দিও আনন্দ, আগামী দিনের সঞ্চয়।
- প্রভু মায়ার সংসারে দানবের খেলা
- মানব তুলেছে রক্তের লীলা,
- জাত বিবাদে হয়েছেঃ মগ্ন, ভিগ্ন করে মানবতা ।
- প্রভু হিন্দুদের ঘর পুড়লো, মুসলমানদের রক্ত ঝড়লো
- ধর্মের প্রতি হিংসায় মানুষ মৃত্যু কে কাছে টানলো।
- প্রভু মায়র সন্ধানে আমি,মানবের ধারে ঘুরি
- তবু নাহি পাই, বিবাদে হয় আমার সংসারি,
- লাগে কলঙ্ক অপবাদ, আমার বেলায় হয় যতো সর্বনাশ
- প্রভু মায়ার সন্ধানে আজও খুঁজে ফিরি,
- তোমার চরণে চেয়ে আশীর্বাদ!
- প্রভু মানব মনুষ্যত্ব বুধ বিবেক হীন সমাজ
- হিংসার ধর্মে মানবের সর্বনাশ
- তুমি রক্ষা করো আমাদের শান্তির দাঁও বসবাস।
- পিতা স্বর্গ প্রিতা ধর্ম,,
- খুঁজে পায়নি আজও সত্যের সন্ধান….
- বাবা প্রয়োজন নেই দামী খাবার
- শুধু প্রয়োজন বাবা তোমার মমতা আনন্দের,
- আমি একবেলা না হয় ক্ষুধার্ত থাকবো,তবু
- তোমার মুখে যেন হাসি দেখতে পাই।
-
৭৫১জন
৬৬৫জন
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয়, ভালো থাকবেন সবসময় ।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো দাদা। দিন শেষে প্রভুর কাছেই ফিরে যেতে হয়। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রভু মানব মনুষ্যত্ব বুধ বিবেক হীন সমাজ
হিংসার ধর্মে মানবের সর্বনাশ — সুন্দর লেখা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো প্রার্থনায় কবিতা।
শুভকামনা দাদা।
সঞ্জয় মালাকার
অঅশেষ ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“নতুন কিছু হয়নি লেখা দিন বহু দিন ধরে
মিথ্যের কাছে বন্দী হয়ে রয়েছি স্বপ্ন ধারে। “
লেখার মাঝে সত্য উন্মোচিত হোক।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
ইশ্বরেই আমাদের শেষ ভরসা। একমাত্র তিনিই পারেন আমাদের রক্ষা করতে।
ভালো থাকুন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
ভালো থাকবেন সবসময় শুভকামনা রইলো।
আরজু মুক্তা
প্রার্থনা কনিতা ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
হালিম নজরুল
তিনিই মালিক, তিনিই মুক্তিদাতা। ঈশ্বর ভাল রাখুক।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
ঈশ্বর ভাল রাখুক এ বিশ্বময়।