প্রথম আলোকে বয়কট করুন !!!!!

রণবীর ২৭ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১১:৫৫:৫৮পূর্বাহ্ন বিবিধ ২৮ মন্তব্য

y

সম্প্রতি জামিল নামক একজন কুবি (কবি) কে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে । সে এবার জীবনানন্দ পুরষ্কার পেয়েছেন । এটার মিডিয়া পার্টনার মেরিল এবং প্রথম আলো!!!!

তাঁর লেখা কবিতা গুলো এতটাই নিম্নমানের অশ্লীল ভাষা দিয়ে রচিত যে আমি এখানে তাঁর লেখা কপি পেষ্ট করতেও লজ্জাবোধ করছি । এগুলো সাহিত্য না বলে চটি বললেও ভুল হওয়ার কথা নয় । (একান্ততই কারও পড়ার ইচ্ছে হলে গুগল সার্চ করে নিবেন

এবারে আসা যাক । একজন মানুষ মানুষিক ভাবে অসুস্থ হতেই পারে । কিন্তু এই অসুস্থ লোককে দেশের একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যম শ্রেষ্ঠ কবি বিবেচনা করে কিসের ভিত্তিতে ?!!!

চলুন একটু পিছনে ফিরে দেখি

৫ই জানুয়ারী ২০১৪ নির্বাচনের পরের দিন প্রথম আলো ছবি সহ প্রকাশ হল হিন্দু ভোটারদের ছবি । ফলাফল পরেরদিন দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর পোড়ানো সহ বিভিন্ন সহিংসতা হয় । এসবের পরোক্ষ মদদ দাতা প্রথম আলো !!!

দেশের সবচেয়ে প্রচারিত এই সংবাদপত্র সরাসরি সাম্প্রদায়িক উষ্কানি দেয়ার সাথে প্রতক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত ।
এখন সময় এসেছে এদের কে ঘৃণাভরে প্রতাক্ষান করার ।
মানুষ হিসাবে বিবেক বুদ্ধি জ্ঞান সবই আপনার আছে । কি করবেন সেটাও আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার ।

৬২৮জন ৬২৮জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ