প্রত্যাবর্তন

ফারজানা আক্তার ৩০ আগস্ট ২০২১, সোমবার, ০৭:১০:২০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

নিশির এক বিন্দু শিশির
বহু বছর জমে থাকা অশ্রু।

যেমন করে তোমার জন্য
আমার গহীনে অজস্র স্বপ্ন।

শিশির ঝরে পড়ে রাতে নিঃশব্দে
লোকে বলে নিশির শিশির।

আর আমার স্বপ্ন তোমায় ঘিরে
তাই তো বলে স্বপ্নীল প্রেম।

দুজন মানব মানবীর প্রেম
প্রকৃতির প্রেমের মত ধ্রুব।

যতন করা প্রেম প্রকাশে
কেমন যেন নির্লিপ্ত,ভাবলেশ।

তুমি হিসেব কষে দারুণ আহত
জীবনের সব চাওয়া পূরণ হত!

ভাল চাকরি সুন্দর নারী সব হত
ভেবে তুমি দারুণ ভাবছ!

হঠাৎ তুমি নাম জপলে সে
যাকে আপন করে পেতে আকুল।

বিধি বাম বলে কপাল ঠুকছ
কেমন যেন হৃদয়ে বিঁধল!

বুঝাতে পারব না সে কঠিন কষ্ট

হয়তো কিছু স্বপ্ন তৈরি হয়েছে
অনলে পুড়ে ছাড়খার নয়।

শক্ত হাতে জয়ী বেশে থাকব
প্রসারিত হস্তের আহ্বানে না,

নিজের অস্তিত্ত্ব আমার আমিত্ব
উদার করে তোমাকে চাওয়া,

সব ভুলে নিজের মত পরবাসে।
আমি আমার ভাল থাকার কারণ
আমি আমার এক পশলা রোদ।

হয়তো অনেক বেলা শেষে
ফিরবে উন্মুখ হওয়া এ নীড়ে।

কিন্তু বড্ড দেরী,বড্ড দূর
নিঃস্ব গহীন রাতের স্বপ্ন।

 

 

ছবিঃ সোনেলা গ্যালারি।

৬০৭জন ৫১১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ