প্রতিবন্দ্বী শিশুকে সাহায্য

ফারজানা তৈয়ূব ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ০৭:৫৬:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১ মন্তব্য

মাঝে মাঝে কিছু ঘটনা হৃদয়কে অনেক আপ্লূত করে দেয়। আমার এক কথায় বিশ্বাস করে রূপা’স ভিশনের রূপা কবির আপার পক্ষে অন্যন্যা সোহেলী আপা,রাশেদ মুরাদ ভাই এবং সৈয়দ মাহবুবুল কামাল ভাই  আমার পাশের বস্তিতে বসবাসকারী প্রতিবন্দ্বী শিশু ইসমাইলকে এক মাসের বাজার করে দেন।আপাদের এবং ভাইয়া দের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই অসহায় শিশুটির পরিবার এক মাসের বাজার দিয়ে সাহায্য করার জন্য। ❤️🖤❤️

২১৭জন ১৮৬জন
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ