মশা,তেলাপোকা,আরো কিসব নাম না জানা পোকা রিয়াকে আক্রমন করছে।এসব পোকা মাকড়ে তার দারুন ভয়।কিন্তু তা সত্বেও রোহানের ঘরটিতে তার প্রবেশ করতে মন চাইছে না।সারা রাত ঝড়তে ঝড়তে চোখের জলও এবার যেন ক্লান্ত।সকালে কারো কাছে সে কিচ্ছু বলল না। বিয়ে বাড়ির হৈচৈ,মেহমান কেউ আর নেই।এখন শুধু রিয়া,তার শশুড়,শাশুড়ি আর বর রয়েছে।ফলে কান্না ভেজা নির্ঘুম চোখ তার শাশুড়ির দৃষ্টি এড়িয়ে যেতে পারল না।তবে তিনি রিয়াকে কিছু জিজ্ঞেস করলেন না।তিনি নিজেও তাঁর ছেলের এই হঠাৎ বদলে যাওয়াটা লক্ষ্য করেছেন এবং বেশ অবাক হয়েছেন।যেহেতু তাঁর ছেলের মতামত নিয়ে দেখেশুনে বিয়ের আয়োজনটা হয়েছে,তাহলে সমস্যাটা কোথায়, সেটা তিনি বুঝতে পারছেন না।বাড়িতে এতদিন মেহমানরা ছিল বলে কিছু জিজ্ঞেস করেন নি।তাই এবার রোহানকে নাশতার টেবিলে পেয়ে সরাসরি জিজ্ঞেস করলেন। খাবার টেবিলে রোহানরা পরিবারের সকলে একসঙ্গে বসে খায়।ফলে সেখানে রোহানের বাবাও ছিলেন।তিনিও ব্যাপরটা জানলেন।বাবা মায়ের প্রশ্নের মুখে রোহান ও সব বলে দিল।সে রিয়ার সঙ্গে সংসার করবে না সাফ জানিয়ে দিল। সবকিছু শুনে তার বাবা রিয়াকে বললেন,
– “এ বিষয়ে তোমার কিছু বলার আছে,মা? দেখ, তোমার বাবা আমার বাল্যকালের বন্ধু।আমাকে তোমার বাবার মতই ভাবতে পারো। তাই যা কিছু বলার খুলে বল,মা….”
.
-“বাবা, আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে কেউ ইচ্ছে করে এসব ছড়াচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছিনা….”
.
-“তোমার কি কাওকে সন্দেহ হয়?”
-“না বাবা।”
-“তাহলে এবার তুমি কি করতে চাচ্ছ?”
-“আপনার ছেলে যদি ব্যপারটা নিয়ে আমার সাথে একটু ঠান্ডা মাথায় আলোচনা করত,আমার কথাগুলোও শুনতো তাহলে ভাল হত।সব শুনে তারপর বিবেচনা করে যদি আমাকে দোষী মনে হয়,আমি তার জীবন নষ্ট করেছি তা মনে হয়,তাহলে আমি চলে যাব।”
-“রোহান,বৌমার সাথে তুমি ব্যাপরটা মিটিয়ে নাও।এখনো তোমরা দাম্পত্য জীবনটা শুরুই করলে না, তার আগেই……. তুমিতো আমার এমন ছেলে নও,বাবা”
-“বাবা,কিছু মনে করো না,ওর সাথে আলোচনায় বসার মত রুচিও আমার নেই।”
.
রোহান আলোচনায় বসল না। এদিকে রিয়ার শশুড় জামাল সাহেব কিছুতেই সমস্যা সমাধান করতে না পেরে রিয়ার বাবাকে খবর দিলেন।তিনি সস্ত্রীক এলেন। রিয়া ও রোহান এবং তাদের মা বাবা একত্রে আলোচনায় বসল।এবার রোহান সেই পূর্বের মত রিয়ার বিরুদ্ধে একগাঁদা অভিযোগ ছুঁড়ে দিল।সে খারাপ মেয়ে।তার অনেক প্রেমিক ছিল।সারাদিন তাদের সাথে আড্ডাবাজী করে চলত।আরো নানা কথা। বিয়ের পর সে সব জানতে পেরেছে।আগে জানলে এমন মেয়েকে কোনদিন বিয়ে করত না। সব শুনে রিয়ার বাবা এমন একটা ভাব করলেন যেন তিনি সকল অভিযোগ মেনে নিয়েছেন।তারপর রোহানকে বোঝাতে চাইলেন যেন সে ক্ষমাঘেন্না করে রিয়াকে গ্রহন করে নেয়।রিয়াকে বললেন প্রতিজ্ঞা করতে যে, সে আর ঐসব প্রেমিকদের সাথে যোগাযোগ রাখবে না। বাবার এ আচরণে রিয়া খুব হতাশ হল ঠিকই,কিন্তু মোটেও অবাক হলনা।এদিকে রোহানের অভিযোগ আরো জোড়ালো ভিত্তি পেল। অপরদিকে, রিয়ার মা এবং রোহানের মা বাবা কিছুতেই এসব বিশ্বাস করলেন না। যদিও রিয়ার শশুড় শাশুড়ি খুব বেশিদিন যাবত তাদের বৌমাকে চেনেন না, কিন্তু অভিজ্ঞতার চোখ বলে গুনটি তাঁদের রয়েছে।সেই চোখ বলে দিচ্ছে রিয়া তেমন মেয়ে নয়।
এবার রিয়ার বাবা চলে যাবার আগে একান্তে মেয়েকে কিছু কথা বলে গেলেন।তাঁর কথার সার্মর্ম এই যে, সে এতদিন যা পাপ করেছে এটা তার ফল। তাই সে যেন রোহানের সাথে কোনভাবে “মানিয়ে” নেয়।
রিয়ার বাবা সর্বদাই নিজের মেয়েকে খারাপ কেন ভাবেন,তা সে খুঁজে পায়না।সে খুব সৎ,মেধাবী ও পরিশ্রমী একটি মেয়ে।নিয়মিত ক্লাস করত,টিউশন পড়াত।তার মাঝে কোন ফঁকিঝুকি নেই।তা সত্বেও কোনদিন জ্যামে পড়ে বা কোন কারণবশত ফিরতে দেরী হলে তিনি ভাবতেন মেয়ে কোন ছেলের সাথে আড্ডা দিয়ে ফিরেছে।কোন বান্ধবী ফোন করলেও ভাবতেন ছেলেদের সঙ্গে কথা বলছে।এরকম আরো নানা বিষয়ে তিনি অহেতুক সন্দেহ করতেন আর বকাবাজি করতেন।শুধুমাত্র তার মাই তাকে ঠিক চিনত এবং বিশ্বাস করত। ছাত্রজীবনে তার সেরকম কোন ছেলে বন্ধুও ছিল না।দু একজনের সাথে হঠাৎ পরিচয় ও বন্ধুত্ব হলেও তা কদিন পর হঠাতই মিলিয়ে যেত। ফোনে টুকটাক ২/১ জনের সাথে কথা বললে দেখা যেত এরা বন্ধুত্বের চেয়ে বিরক্তই করে বেশি।তাই কোন ছেলের সাথে তার বন্ধুত্বও তেমন জমত না।তা ছাড়া সে নিজেও নিজেকে ছেলেদের আঙিনা থেকে কিছুটা দূরে সরিয়ে রাখত।আর মনে মনে ঠিক তার মতই একজন জীবনসঙ্গী আশা করত,যার অনেক অনেক প্রেমিকা বা বান্ধবী থাকবে না।ব্যাক্তি রিয়া অনেক বেশি পসেসিভ।তাই সে এমন ভাবত।যা হোক,তার বাবার এসব ভুল ধারনার কোন কারণ যেমন সে উদ্ধার করতে পারেনি, তেমনি সেসব ভুল ধারনা কোনদিন ভাঙতেও পারেনি।আর আজ সেসব ধারনাই তার পথের বন্ধুরতাকে আরো ঘনীভূত করল।
.
রিয়া হেরে যাবার মেয়ে নয়।যুদ্ধ করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়,একা একা পথ চলতে চলতে হাঁপিয়ে ওঠে, তখন সে ঘুরে দাঁড়াতে জানে।তাই সে মুখ লুকিয়ে অপবাদের বোঝা মাথায় নিয়ে বাবার বাড়িতে ফিরে যায় নি,বরং এখানেই থেকে যায়,নিজেকে প্রমাণ করবে বলে।যতদিন তা না পারছে ততদিন বাবার বাড়িতেও যাবে না ঠিক করেছে। রোহান তাকে সহ্যই করতে পারে না।দিনে দিনে তার ব্যবহার অসহনীয় হয়ে উঠছে।রিয়াকে দেখলেই রেগে যায়,চেঁচামেচি করে,যা খুশি বলে। এসব সহ্য করতে না পেরে রোহানের বাবা দেশের বাড়ি চলে যান।যাবার সময় তিনি রিয়াকে আশীর্বাদ করে যান।মা দাঁত কামড়ে পড়ে থাকেন।রোহানকে বোঝানোর চেষ্টা করে করে তিনি এখন ব্যার্থ। রোহানের ধারনা তার ভাল চাকরী,টাকা পয়সা ইত্যাদি আছে বলে রিয়া তার প্রেমিকদের ছেড়ে তাকে বিয়ে করেছে।কিন্তু রিয়া মোটেও লোভী নয়,সেকথা রোহান বেমালুম ভুলে গেছে।অথচ একদিন এই চরিত্রের জন্যই সে রিয়াকে চিনত।মেয়েদের সম্পর্কে তার যেসব ধারনা,তারা লোভী,পয়সাওয়ালা, স্মার্ট ছেলে দেখলেই গলায় ঝুলে পরে,তার এসব ধারনা রিয়াকে দেখেই পাল্টেছিল একদিন।তারপর অনেক খুঁজে সে রিয়ার ঠিকানা বের করেছে।কৌশলে ঘটক দিয়ে প্রস্তাব পাঠিয়েছে।আজ তার এসব কিছুই মনে পড়ে না।
রিয়ার থাকার জায়গা হল ডাইনিং এর পাশে একটি ঘরে।তার খুব মন চায় দৌড়ে চলে যেতে রোহানের ঘরে।হঠাৎ গিয়ে চুপি চুপি পেছন থেকে দু হাত দিয়ে বরের চোখ ঢেকে দিতে। আরো নানা কিছু তার ইচ্ছে করে।কিন্তু এ ঘর থেকে ও ঘরের মাঝে সাত সমুদ্র তের নদীর দূরত্ব।সে দূরত্ব সে কি করে ডিঙায়?
বিকেল বেলা বাড়ি ফিরল রোহান।ফিরেই তার মাকে চায়ের জন্য অস্থির করে তুলল।তিনি ও রিয়া একসাথেই রান্নাঘরে কাজ করছিলেন।তাই তার মা চা টা রিয়ার হাত দিয়েই পাঠালেন।
চলবে……….
১৬টি মন্তব্য
অপার্থিব
এটা যদি গল্প হয়ে থাকে তবে বিভাগে বিবিধের জায়গায় “গল্প” যোগ করুন। দাঁত কামড়ে স্বামীর সংসারে ঝুলে থাকার কোন মানেই হয় না যদিও আমাদের দেশের অনেক নারী এভাবে দাঁত কামড়ে স্বামীর সংসারে পড়ে থাকে। দুজন ভাল মানুষ একসাথে মিললেই যে একটা ভাল সম্পর্ক বা জীবন হবে এমন কোন কথা নেই।
নীরা সাদীয়া
সুুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি ঠিকি বলেছেন। কিন্তু এতসব অপবাদের বোঝা কাঁধে নিয়ে বেরিয়ে গেলেওতো পরোক্ষভাবে অপবাদগুলোকে মেনে নেয়া হয়। তাই রিয়া ভুল ভাঙানোর চেষ্টাটুকু করবে। শুভকামনা। পরবর্তী পর্বেও এভাবেই পাশে পাব,এ প্রত্যাশা রইল।
ইঞ্জা
অপার্থিব ঠিকই বলেছেন, বিভাগে গল্প হলে গল্প, কবিতার জায়গায় কবিতা এই ভাবে বিভাগ নির্বাচন করে ক্লিক করে দিবেন।
আগেও গল্পটি পড়েছি বিধায় কমেন্ট করলাম না এরপরের পর্ব পড়া হয়নি আর সেইটার অপেক্ষায় রইলাম। -{@
নীরা সাদীয়া
হুম। এবার গল্পবিভাগেই দিয়েছি। অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।
ইঞ্জা
ধন্যবাদ আপনাকেও, সময় করে আগাগোড়া সব খুঁজে খুঁজে বুঝবেন আর এতেই সব জেনে যাবেন।
শুভকামনা
অনিকেত নন্দিনী
রিয়ার বাবার মত এমন অনেক বাবাই আছেন যারা নিজের সন্তানকে বিশ্বাস করেননা। এমতাবস্থায় রিয়ার যা করা উচিত আমাদের সমাজ এখনো তা সমর্থন করেনা। রিয়ার উচিত শ্বশুরবাড়ি আর বাপ-মায়ের বাড়ি না গিয়ে নিজের মতো করে আলাদাভাবে থাকা কিন্তু আমাদের সমাজব্যবস্থায় সে সুযোগ সে পাবে কি?
গল্প সুন্দর হয়েছে কিন্তু বানান ভুলের প্রচুরতা গল্পের আবেদন কমিয়ে দিয়েছে। এদিকটায় আরেকটু মনোযোগী হলে ভালো হয়।
শুভকামনা রইলো।
নীরা সাদীয়া
আপনি ঠিক ধরেছেন। রিয়ার উচিত সে পথটাই তৈরি করে নেয়া।ভুল বানানগুলো ধরিয়ে দিলে ভাল হত,শুধরে নিতাম। বানানে আমি একটু কম পারদর্শী। ধন্যবাদ। পরবর্তী পর্বেও পাশেই পাব,সেই প্রত্যাশা রইল।
আবু খায়ের আনিছ
কোন সিদ্ধান্ত বা মতামত দেওয়া ঠিক হবে না এই মুহুর্তে, গল্পের পুরো উত্তেজনা ধরে রেখেছেন।
বিয়েটা কোন ছেলে খেলা বা পুতুল খেলা নয়, সামান্য চেষ্টা ছাড়াই ছেড়ে বা ভেঙ্গে দিবে। যদি রিয়া এখন রোহানকে ত্যাগ করে তবে সেটা প্রমাণ করবে রিয়া আসলেই খারাপ ছিল, কিন্তু সে যদি উল্টোটা করে প্রমাণ করে দেয় সে ঠিক ছিল তবে কিছু খারাপ মনের মানুষের উচিৎ জবাব হবে।
আশা করব সমালোচনা ইতিবাচক দৃষ্টিতে দেখবেন, তৃতীয় এবং চতুর্থ পর্বে দুই জায়গায় দেখলাম,” যা বলেছে তার সারমর্ম হচ্ছে” এই ধরনের বাক্যগুলো যথাসম্ভব কম ব্যবহার করাই উত্তম হবে বলে আমি মনে করি। বক্তব্য গুলো অস্পষ্ট হয়ে যায় এই বাক্য ব্যবহারে।
আপনি আমার জেলার মানুষ, আমি অবাক হয়েছি এই তথ্যটা জানার পর, বেশ ভালো লাগছে নিজ জেলার আরেকজন ব্লগারকে দেখে।
শুভ কামনা, শুভেচ্ছা আপু।
নীরা সাদীয়া
খুব ভাল সাজেশন দিয়েছেন, যা আমার পরবর্তী গল্পে সহায়তা করবে। আর হ্যাঁ, আপনি রিয়ার বৈবাহিক জীবন সম্পর্কে যা বলেছেন,গল্পের রিয়াও সম্ভবত তাই ভাবছে- এটা আমি জানতে পারলাম কারণ পরবর্তী পর্বগুলো তৈরি করা আছে। রোজ একটা করে পোস্ট করছি। আসা করছি আজকের পর্বেও পাশেই পাব। শুভকামনা রইল।
নীলাঞ্জনা নীলা
আমাদের সমাজ-ব্যবস্থায় মেয়েদের কোনো বন্ধু থাকাই নিষেধ। যদি থাকে তাহলেই হয়েছে।
অথচ রিয়াকে এমনভাবেই গড়ে তোলা হয়েছে, যতোটুকু বুঝতে পারছি ওর জীবনটা বন্ধুহীন।
আমি দেখেছি এমন পরিবার আছে যেখানে বাবা-মা কখনোই সন্তানের বন্ধু হয়না।
চলুক গল্পটি। দেখি রিয়া কি করে!
নীরা সাদীয়া
রিয়ার বাবার কড়া শাসনেরর কারণে তার জীবনটা বন্ধুহীন। এটাই এদেশের সমাজ ব্যবস্থা। আশা করছি পরবর্তী পর্বগুলোতেও পাশেই পাব।ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
হুম প্রতিটি পর্বেই উপস্থিত থাকবো। 🙂
নীরা সাদীয়া
ধন্যবাদ। নতুন পর্ব দেয়া হয়েছে। 🙂 🙂
নীরা সাদীয়া
সকলকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ।
ফারহানা নুসরাত
নাহ এইবার রিয়া ভুল করছে। বিনা দোষে সব অপবাদ মাথা পেতে নিচ্ছে। এটা ঠিক নয়। রোহানও তার সীমা ছাড়াচ্ছে।
নীরা সাদীয়া
রিয়া কিন্তু কিছুই মাথা পেতে নেয়নি আপু। বরং তার শশুড় মশাইকে বলছে যে, সে এসবের কিছুই জানে না। পাশাপাশি সে এবিষয়টা নিয়ে তার বরের সঙ্গে খোলাখুলি কথা বলতে চায়। যেন ব্যাপরটা স্পষ্ট হয়। ধন্যবাদ আপু। নতুন পর্বে আমন্ত্রণ রইল।