প্রজ্ঞা
ছোট গল্প, পর্ব: ১
আজ রিয়ার বিয়ে। খুব ধুমধাম করে কমিউনিটি সেন্টারে উৎসব হচ্ছে। পাত্রের নাম রোহান। সে একজন প্রকৌশলী। সদ্য বুয়েট থেকে পাশ করে সরকারী চাকরিতে যোগ দিয়েছে।আর রিয়া মাস্টার্স কমপ্লিট করে নানা জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছে এবং আশা করছে খুব শীঘ্রই একটা চাকরি জুটে যাবে। রিয়া রোহানকে আগে থেকে চিনত না,তবে রোহান তাকে চিনত।সে কথা অবশ্য রিয়া জানে না। রীতিমত ঘটক মারফত প্রস্তাব দিয়ে,দেখে শুনে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। রিয়া আপাদত এটুকুই জানে।পাত্রী দেখতে যাওয়ার দিন থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত টুকটাক ফোনে কথা হয়েছে দুজনের।কিন্তু আগে থেকে চেনার ব্যপারটা রোহান গোপন রেখেছে,পরে রিয়াকে সারপ্রাইজ দেবে বলে।মঞ্চে বর বউ পাশাপাশি বসে আছে। দুজনকে মানিয়েছে বেশ।যেই দেখে তারই চোখ জুড়িয়ে যায়,ঠিক যেন মানিক জোড়।
রিয়া ও রোহান চরিত্রগত দিক থেকে প্রায় একই রকম। দুজনেই সৎ,নির্লোভ,কর্তব্য পরায়ন, পড়াশোনায় যেমন তুখোড় তেমনি কর্মজীবনেও কর্মঠ।কারোরই আগে থেকে কোন প্রেমটেম ছিল না। দুজনেই একজন ভাল সঙ্গীর অপেক্ষায় ছিল। এবং তারা তা পেয়েছে।এবার শুরু হতে যাচ্ছে তাদের বৈবাহিক জীবন।
.
মঞ্চে বর ও বধুরূপে বসে আছে হাস্যোজ্জ্বল একটি জুটি। পরিচিতজনরা তাদের দিকে আসছেন।তারা হাসিমুখে কুশল বিনিময় করছে।খাওয়া দাওয়া, হৈচৈ চলছে।উৎসবমুখর এই পরিবেশে আগমন ঘটল রোহানের অতি ঘনিষ্ঠ তিন বন্ধুর।রোহান তাদের দেখে খুশিতে উঠে দাঁড়াল। রিয়ার সাথে তাদের পরিচয় করিয়ে দিল।এবার তারা কিছুক্ষন রিয়াকে দেখল।কথা বলল।অতপর রোহানকে দুষ্টামির ছলে মঞ্চ থেকে টেনে নামাল।তারপর কথা আছে বলে টানতে টানতে কমিউনিটি সেন্টারের বাহিরে নিয়ে গেল। এভাবে অনেকক্ষন। মিনিট যায়,ঘন্টা যায়,রোহানতো আর ফেরে না। ফেরে না তো ফেরেই না। এদিকে রিয়া একা একা মঞ্চে বসে আছে।আত্নীয়রা আসছেন।রিয়াকে বরের কথা জিজ্ঞেস করছেন।কি বলবে রিয়া? নানা কথায় সে কাটিয়ে যাচ্ছে ঠিকি,কিন্তু তারো টেনসান হতে লাগল।মোবাইলে কল দেয়াতে রোহান তা কেটে দিল। অতপর পুরো দুই ঘন্টা কাটিয়ে মলিন মুখে ফিরল রোহান।এসে নিজের আসনে বসল ঠিকি,তবে আসনটিকে একটু দূরে সরিয়ে নিল।অজানা আশঙ্কায় রিয়ার বুক ধুকপুক করতে থাকল।
চলবে……….
২৭টি মন্তব্য
ইঞ্জা
সু-স্বাগতম আপনাকে, আমিই প্রথম আপনার কমেন্ট দাতা, দারুণ এই গল্পটি নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো।
আমার অনুরোধ, চেষ্টা করবেন সবার লেখা পড়তে আর কমেন্ট করতে, এতে আপনিই লাভবান হবেন, ২৪ ঘন্টা পর পর স্টাটাস দিতে পারবেন এর আগে নয়, নিয়মাবলি পড়ে নিবেন ভালো করে।
ধন্যবাদ।
নীরা সাদীয়া
ধন্যবাদ। তাই হবে। শুভ সকাল।
ইঞ্জা
শুভ অপরাহ্ন।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
স্বাগতম আপনাকে ব্লগে
খুব ভাল লেগেছে গল্পটা। আরো লিখুন।
ভাল থাকবেন -{@ -{@
নীরা সাদীয়া
লিখে যাব। ধন্যবাদ। শুভ সকাল।
লীলাবতী
সোনেলায় স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রজ্ঞার ১ম পর্বেই ভাল একটি গল্পের আভাস পেলাম। বিয়ের আসর থেকে বর উধাও দুই ঘন্টার জন্য! ফিরে এসে কনে থেকে একটু দূরে বসা, আপু টেনশনে ফেলে দিলেন তো। (y) -{@
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল।
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায় । -{@
নীরা সাদীয়া
ধন্যবাদ। শুভ সকাল। 🙂
নীলাঞ্জনা নীলা
নীরা প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রিয় সোনেলার ভূবনে।
খুবই অন্যরকম একটি গল্প নিয়ে এসেছেন। সহজ ভাষায় বলছি ভালো লেগেছে।
আরোও লিখুন। প্রথম পোষ্টেই পরবর্তী পর্বের অপেক্ষা করালেন? কি আর করা! অপেক্ষা করা শুরু করলাম কি হতে যাচ্ছে, সেজন্য।
আপাতত শেষ কথা অন্যদের পোষ্ট পড়ুন এবং আপনার গুরুত্ত্বপূর্ণ মন্তব্য দিয়ে সকলকে উৎসাহিত করুন।
ধন্যবাদ।
নীরা সাদীয়া
ধন্যবাদ। শুভ সকাল। :T
নীলাঞ্জনা নীলা
শুভ সকাল 🙂
নীরা সাদীয়া
আমাকে সোনেলায় স্বাগতম জানানোর জন্য সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। শুভ সকাল।
মোঃ মজিবর রহমান
সুস্বাগতম এই সোনেলায়।
গল্পের শুরুতেই হা হা কার কস্ট হবে মনে হয়।
থাকলাম পরের ………।।
নীরা সাদীয়া
ধন্যবাদ। পরের পর্ব দেয়া হয়েছে। আমন্ত্রণ রইল।
মোঃ মজিবর রহমান
হুম! আমন্ত্রণ রইল। কোথায় আপু।????
পড়ে নিলাম পরের পর্ব।
নীরা সাদীয়া
পড়ার জন্য ধন্যবাদ। আশা করছি প্রজ্ঞা ৩ ও আপনাদের আনন্দ দিতে পারবে। শুভকামনা ও পরের পর্বে আমন্ত্রন রইল।
ব্লগার সজীব
সোনেলার সোনালী উঠোনে স্বাগতম আপু। ধারাবাহিকের সুচনাটি আকর্ষণীয় হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
নিয়মিত লেখুন এখানে -{@
নীরা সাদীয়া
ধন্যবাদ। পরের পর্ব দেয়া হয়েছে। আমন্ত্রণ রইল।
মিষ্টি জিন
আমাদের সোনেলায় সুস্বাগতম আপনাকে।
-{@
গল্পের শুরুটা ভালই হয়েছে। পরের পর্বের অপেক্ষায় ।
নীরা সাদীয়া
ধন্যবাদ। পরের পর্ব দেয়া হয়েছে। আমন্ত্রণ রইল।
চাটিগাঁ থেকে বাহার
শুরুতেই বুক ধড়পড়!!!
নীরা সাদীয়া
তাই? পরের পর্বগুলোতে আমন্ত্রন রইল। আশা করছি আপনার সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে। শুভকামনা রইল।
মৌনতা রিতু
প্রথমেই প্রানঢালা অভিনন্দন সোনেলার উঠোনে।
অসুস্থতার জন্য পোষ্ট পড়তে ও মন্তব্য করতে দেরি হল।
গল্পের পর্বগুলো চলে এসছে। এক এক করে পড়ি। তাই প্রথম পর্বে চলে এলাম। সুন্দর উপস্থাপন।
শুভকামনা রইল।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ। পরের পর্বগুলোতেও আমন্ত্রণ রইল। শুভরাত্রী।
ফারহানা নুসরাত
ভাবনায় পড়ে গেলাম, এরপর কি হতে পারে।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপু। নতুন পর্বে আমন্ত্রন।