প্রকৃতির বিলবোর্ড

শান্ত চৌধুরী ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৫:১৯:২১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

একমুঠো বৃষ্টি জলে তোমাকে খুঁজেছি
উৎসব, উল্লাস ছুঁয়ে ছিলো তোমায়
তুমি মিলিয়ে গেছো বিজলি উৎসবে।

একমুঠো সাগর জলে তোমাকে খুঁজেছি
তুমি গাঙচিল হয়ে নীলাকাশ, নীলজল
ছুঁয়ে নোঙ্গর করেছো দূরে।

একমুঠো রোদ্র-দুপুরে তোমাকে খুঁজেছি
তুমি তপ্ত বালুকণা হয়ে মিশেছো
প্রকৃতির কোলাহলে।

একমুঠো বিজলি উৎসবে তোমাকে খুঁজেছি
তুমি আসমান ছুঁয়ে চলে গেছো
অন্তহীন আঁধারে।

একমুঠো জোছনায় তোমাকে খুঁজেছি
তুমি জোনাকি পোঁকার মিটিমিটি
আলোয় ছায়া হয়ে মিলিয়ে গেছো।

একমুঠো অন্ধকারে তোমাকে খুঁজেছি
তুমি সাদা শুদ্র গোলাপের পাপড়ির
মিতালি আর সুগন্ধ বিলিয়ে, তুমি ছুঁয়ে
গেছো রাতের মেলবন্ধনে।

একমুঠো স্নিগ্ধ ভোরে তোমাকে খুঁজেছি
তুমি নবদীপ্ত সূর্যোদয় হয়ে ছড়িয়ে পড়ছো
মানুষের কোলাহলে।

আমি যাযাবর হয়ে প্রতিদিন তোমাকে
খুঁজেছি,ফুল, পাখি, প্রজাপতি আর
প্রকৃতির বিলবোর্ডে।

৫৮৩জন ৪৮৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ