- বৃক্ষরাজি বাঁচলে পারে
- সুন্দর হবে দেশ
- নির্মল বায়ু গ্রহণ করে
- সবাই বলবে বেশ।
- বৃক্ষের শাখে বসে পাখি
- ধরে মধুর গান
- বৃক্ষের ছায়ায় বসে জুড়ায়
- পথিকের মন প্রাণ।
- বৃক্ষের জন্য পরিবেশ তার
- ভারসাম্যতা পায়
- বৃক্ষ না ওই থাকলে পারে
- অনাবৃষ্টি হায়।
- বৃক্ষের কাষ্ঠ দিয়ে সবাই
- তৈরি করে সব
- বৃক্ষ ওই নাই ক্যামনে শুনবে
- পাখির কলরব।
- ফলে ফুলে ভরা বৃক্ষে
- ভ্রমরের গুন গুন
- প্রকৃতি তার নিজস্বতা
- ফিরে পায় মাস জুন।
রচনাকালঃ
০১/০৭/২০২১
৪২৯জন
৩৬৪জন
৬টি মন্তব্য
আরজু মুক্তা
এই বর্ষার সিজনেই গাছ লাগাতে হয়।
কবিতা ভালো লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
গাছ প্রকৃতির এক অনন্য উপাদান। বৃক্ষবন্দনা ভালো লাগলো। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
নিতাই বাবু
গাছ বাঁচলে মানুষ-সহ পরিবেশও বাঁচবে।
সময়োপযোগী কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় লেখক।
শুভকামনা রইল।।