মহালয়ার আগমনী গানে হৃদয়ের বীণাতে
এক পরিচিত মিলনের সুর বেজে উঠল!!
শরতের মনোরম প্রকৃতি যেন রাধা সেজে
কৃষ্ণ প্রতিক্ষায় প্রাণ ওষ্ঠাগত!!
এলোকেশী শকুন্তলা দুষ্মন্তের বিরহে কাতর!!
#
বিরহের গাঢ় বেড়াজালের মন্থনে
সরল নিষ্পাপ খাঁটি প্রেম অমৃত সৃষ্টি হয়
যা আজীবন অমরত্ত্বের অধিকারী!!!
#
স্কুলের ও পাড়ার বন্ধুদের সংগে ঘুরতে ঘুরতে জলতেষ্টা পেলে
ঠিক তোমার বাড়ির সামনে দাঁড়াতাম
জানতাম তুমি ছুটিতে হাওয়া খাওয়ার
মত আহ্লাদে আটখানা হওয়ার মত
ঠিক সামনে দাঁড়াবে
চোখের দিকে তাকিয়ে ইশারার মাদকীয়
ড্রাগের নেশায় আবার উন্মত্ত করবে!!!
প্রকৃতির সবকিছু কিছুক্ষণের জন্য
আঁধার হয়ে গেল!
সবকিছু একনিমেষে কেড়ে নিয়ে
কয়েদ করল !!
#
পূজোর ছুটিতে দেখা হলে
কাঠবিড়ালীর মত স্পর্শের লুকোচুরি খেলতে আর কাছাকাছি সরে
আসতে আবার নিজেই ভয়ে , লজ্জার কাঁপুনিতে দুরে সরে যেতে!!!?
সারা বছর ধরে বলবে বলবে করে
না বলতে পেরে গুমরে মরতে আর
প্রতিদিন বারান্দার দিকে কাকের মাছ দেখার মত তাকিয়ে থাকতে!!?
#
বিকেলে খেলার মাঠে ব্যায়াম করার সময়
ঘাম ঝরা শরীরটার পেশী ত্বকগুলি
এক অদ্ভুত কামনার বাসনায় কাকুতি মিনতি করত!!
পুরুষত্ত্বের উষ্ণ তাপ অনুভূত হত!!
ক্রিকেটের বল চারের জায়গায় ছক্কা
মারতে গিয়ে আমাদের
বাগানে ফেলতে /
আমার খোঁজ পাওয়ার জন্য!!!
#
কেটে গিয়ে রক্ত বেরোতে থাকলে
ফার্স্ট এড বক্স নিয়ে ছুটে যেতে পারতাম না!!!
প্রতিবেশী বন্ধু হয়েই থাকলাম!!!
কোন রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা
বসে থাকার সংগী বা কোনো
হলিউডি মুভি দেখার সংগী হতে পারতাম না!!
কিংবা পাশাপাশি হাতে হাত রেখে হেঁটে যাওয়ার সংগী!!
#
অষ্টমীর দিন সকাল থেকে স্নান করে
সেজেগুজে পাঞ্জাবি পরে বাড়ির সামনে
দাঁড়িয়ে থাকতে/
বেরোলেই মিষ্টি হাসির অসফল প্রেমের করুণার যন্ত্রণাতে ভরিয়ে দিতে!!????
#
সামনাসামনি একসংগে বুকফলিয়ে
ঘুরে বেড়াতে পারব না/
চোখে চোখ রেখে দম্পতি র মত জড়িয়ে ধরে কপোত কপোতীর আদর করতেও
পারব না!!!
#
অন্য কোন বান্ধবীকে নিয়ে
ঘুরছিলে/
আর মিষ্টিমুখ করাচ্ছিলে /
বসে বসে দেখছিলাম/
টেলিভিসনের রিমোট ,কাঁচের খাওয়ার
থালা হাত থেকে পড়ে গেল/
দশমীর বিসর্জনের বাজনাটিও
জোরে বেজে উঠল!!???
#
অন্য কারোর শরীরের ইঙ্গিতের নেশাগুলো হজম করছিলে!!
আর চেনা রোমান্টিক দৃশ্যের মত
উপভোগ করছিলে !!?
রসিয়ে রসিয়ে বলতে বলতে
বিধবার স্বামী হারানোর বুক ফাটা
কান্নার মত কাঁদতে গিয়েও গলা আটকে গেল!!???
কিছুই
মনে হল না শুধু কষ্ট হল!!
আগুনের উপর হাত রেখে উপশম
করতে গিয়ে হাজারটা মহীষাসুর
মাথার মধ্যে থেকে চিৎকার করে উঠল!!!
প্রেমরূপ কামনার দেবীকে ফিরিয়ে এনে
মনের অব্যক্ত যন্ত্রণা মেটাতে!!!!!!
সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা
কোলকাতা
১৪ অক্টোবর,২০১৫
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনাকেও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা -{@
পূজার আমেজ নিয়ে এলেন সোনেলায়
ধন্যবাদ আপনাকে।
অরুণিমা
আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ দা…… -{@
ব্লগার সজীব
আপনার পূজোর স্মৃতি পড়লাম দিদি।স্মৃতিতেও রাগ? 🙂 কোলকাতা থেকে নিয়মিত লিখছেন বলে ভালো লাগছে।
অরুণিমা
উম,স্মৃতিতেও রাগ। ধন্যবাদ আপনাকে………… -{@
নীলাঞ্জনা নীলা
পুজোর স্মৃতির সাথে মিলে গেলো আমার বান্ধবীর পুজোর দিন। ওর কাছে অনেক গল্প শুনেছি।
কপাল আমারই পুজোতে আমার জন্যে কেউ অপেক্ষায় থাকতো না। 🙁
দিদি আপনার লেখা আমায় মন্ত্রমুগ্ধের মতো টানে।
পুজোতে অফুরান ভালোবাসা। শুভেচ্ছা। আর ভেঁজা শিউলীর ঘ্রাণ মাখা আবেগ। -{@ (3
অরুণিমা
আপনার লেখাও আমাকে টানে দিদি।ধন্যবাদ আপনাকে,শুভেচ্ছা নিন………… -{@
শুন্য শুন্যালয়
শেষটায় এসে মন খারাপ হয়ে গেলো 🙁
অদ্ভূত সুন্দর আপনার লেখা আপু, টেনে নিয়ে যায় প্রথম থেকে চুম্বকের মত।
নীচের ছবিটা কি আপনার আপু? নিখাঁদ হাসি।
অরুণিমা
বাস্তবতা যে এমনই দিদি।ছবিটা আমারই……… কিছুটা লজ্জা পেলাম 🙂 আপনার লেখাও আমাকে টানে। ধন্যবাদ আপনাকে……… -{@