পূজোর স্মৃতি——

অরুণিমা মন্ডল দাস ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ০৯:০৬:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮ মন্তব্য

11997271_1714895942077903_1685837488_n
মহালয়ার আগমনী গানে হৃদয়ের বীণাতে
এক পরিচিত মিলনের সুর বেজে উঠল!!
শরতের মনোরম প্রকৃতি যেন রাধা সেজে
কৃষ্ণ প্রতিক্ষায় প্রাণ ওষ্ঠাগত!!
এলোকেশী শকুন্তলা দুষ্মন্তের বিরহে কাতর!!
#
বিরহের গাঢ় বেড়াজালের মন্থনে
সরল নিষ্পাপ খাঁটি প্রেম অমৃত সৃষ্টি হয়
যা আজীবন অমরত্ত্বের অধিকারী!!!
#
স্কুলের ও পাড়ার বন্ধুদের সংগে ঘুরতে ঘুরতে জলতেষ্টা পেলে
ঠিক তোমার বাড়ির সামনে দাঁড়াতাম
জানতাম তুমি ছুটিতে হাওয়া খাওয়ার
মত আহ্লাদে আটখানা হওয়ার মত
ঠিক সামনে দাঁড়াবে
চোখের দিকে তাকিয়ে ইশারার মাদকীয়
ড্রাগের নেশায় আবার উন্মত্ত করবে!!!
প্রকৃতির সবকিছু কিছুক্ষণের জন্য
আঁধার হয়ে গেল!
সবকিছু একনিমেষে কেড়ে নিয়ে
কয়েদ করল !!
#
পূজোর ছুটিতে দেখা হলে
কাঠবিড়ালীর মত স্পর্শের লুকোচুরি খেলতে আর কাছাকাছি সরে
আসতে আবার নিজেই ভয়ে , লজ্জার কাঁপুনিতে দুরে সরে যেতে!!!?
সারা বছর ধরে বলবে বলবে করে
না বলতে পেরে গুমরে মরতে আর
প্রতিদিন বারান্দার দিকে কাকের মাছ দেখার মত তাকিয়ে থাকতে!!?
#
বিকেলে খেলার মাঠে ব্যায়াম করার সময়
ঘাম ঝরা শরীরটার পেশী ত্বকগুলি
এক অদ্ভুত কামনার বাসনায় কাকুতি মিনতি করত!!
পুরুষত্ত্বের উষ্ণ তাপ অনুভূত হত!!
ক্রিকেটের বল চারের জায়গায় ছক্কা
মারতে গিয়ে আমাদের
বাগানে ফেলতে /
আমার খোঁজ পাওয়ার জন্য!!!
#
কেটে গিয়ে রক্ত বেরোতে থাকলে
ফার্স্ট এড বক্স নিয়ে ছুটে যেতে পারতাম না!!!
প্রতিবেশী বন্ধু হয়েই থাকলাম!!!
কোন রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা
বসে থাকার সংগী বা কোনো
হলিউডি মুভি দেখার সংগী হতে পারতাম না!!
কিংবা পাশাপাশি হাতে হাত রেখে হেঁটে যাওয়ার সংগী!!
#
অষ্টমীর দিন সকাল থেকে স্নান করে
সেজেগুজে পাঞ্জাবি পরে বাড়ির সামনে
দাঁড়িয়ে থাকতে/
বেরোলেই মিষ্টি হাসির অসফল প্রেমের করুণার যন্ত্রণাতে ভরিয়ে দিতে!!????
#
সামনাসামনি একসংগে বুকফলিয়ে
ঘুরে বেড়াতে পারব না/
চোখে চোখ রেখে দম্পতি র মত জড়িয়ে ধরে কপোত কপোতীর আদর করতেও
পারব না!!!
#
অন্য কোন বান্ধবীকে নিয়ে
ঘুরছিলে/
আর মিষ্টিমুখ করাচ্ছিলে /
বসে বসে দেখছিলাম/
টেলিভিসনের রিমোট ,কাঁচের খাওয়ার
থালা হাত থেকে পড়ে গেল/
দশমীর বিসর্জনের বাজনাটিও
জোরে বেজে উঠল!!???
#
অন্য কারোর শরীরের ইঙ্গিতের নেশাগুলো হজম করছিলে!!
আর চেনা রোমান্টিক দৃশ্যের মত
উপভোগ করছিলে !!?
রসিয়ে রসিয়ে বলতে বলতে
বিধবার স্বামী হারানোর বুক ফাটা
কান্নার মত কাঁদতে গিয়েও গলা আটকে গেল!!???
কিছুই
মনে হল না শুধু কষ্ট হল!!
আগুনের উপর হাত রেখে উপশম
করতে গিয়ে হাজারটা মহীষাসুর
মাথার মধ্যে থেকে চিৎকার করে উঠল!!!
প্রেমরূপ কামনার দেবীকে ফিরিয়ে এনে
মনের অব্যক্ত যন্ত্রণা মেটাতে!!!!!!

12112297_1714799138754250_3250682434683123007_n
সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা

কোলকাতা
১৪ অক্টোবর,২০১৫

৪৩৮জন ৪৩৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ