পুরুষ জীবন
– জাহাঙ্গীর আলম অপূর্ব
পুরুষ জীবন অতি কঠিন
নয়’রে এ-তো সোজা,
বাঁচতে হবে যুদ্ধ করে
পিঠে নিয়ে বোঝা।
পুরুষ জীবন নিরব দুঃখ
অতি সরল তবে,
যুদ্ধে যুদ্ধে ক্লান্ত ডানা
বুঝবে তা ভাই কবে।
পুরুষ জীবন কষ্টের নদী
সতত বয়ে চলে,
দুখে থেকে সুখের কথা
হাসি মুখে বলে।
সংসার ভীষণ পুরুষ মানুষ
কষ্ট করে গড়ে,
দিবানিশি কাজের দরুন
সভ্য জীবন ধরে।
রোদ্দুর বৃষ্টি ভিজে পুড়ে
দিবস কাটে ভালো,
পশ্চাতে যে দিন গেছে ভাই
শুধু শুধুই কালো।
রচনাকালঃ
০৮/০৭/২০২১
৪+৪/৪+২
—————————-
সবাই মানুষ
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভেদাভেদ যে চাই না মোরা
জীবনে চাই সুখ
মিলেমিশে থাকলে পারে
আসবে নাকো দুখ।
জাত্যভিমান যুদ্ধে কারণ
পেটে নাইরে ভাত,
এমন করে যায় না তবু
কোনো দিবস রাত।
মুচি কামার কুমার জেলে
সবাই মানুষ ভাই,
তাদের মতোন দেবতুল্য
ধরার বুকে নাই।
মানুষ মানুষ নেইকো তফাৎ
কিসের দ্বন্দ্ব আজ,
বসে বসে জাতের আলাপ
নেইকো কোনো কাজ।
ধর্মের বিশ্বাস সবার সমান
ফারাক নেই তো আর,
সকলের ওই সৃষ্টিকর্তা
সকল সৃষ্টি তার।
রচনাকালঃ
১৪/০৭/২০২১
৪+৪/৪+১
৯টি মন্তব্য
আরজু মুক্তা
সৃষ্টিকর্তা একই। অথচ আমাদের গর্বের শেষ নেই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।।
হালিমা আক্তার
দুটি কবিতা খুব সুন্দর। আমরা সকলে একই আল্লাহর সৃষ্টি। অথচ মানুষে মানুষে কত কৃত্রিম ভেদাভেদ করে রাখা হয়।
শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
রিতু জাহান
পুরুষের জীবন কষ্টের কথাটার ব্যবাপারে কোনো সন্দেহো নেই।
ছন্দের মিল আছে।
ধর্ম আসলে যে যেভাবে গ্রহন করে।
ধরমের মূল বাণী থেকে সবাই দূরে তাইতো এতো হানাহানি
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাস্তব জীবনের প্রতিচ্ছবি — রোদ্দুর বৃষ্টি ভিজে পুড়ে
দিবস কাটে ভালো,
পশ্চাতে যে দিন গেছে ভাই
শুধু শুধুই কালো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা অফুরান।