আমি কিন্তু উৎসব টের পাচ্ছি। আমাকে একটা ট্যালেন্ট শোর প্রোগ্রাম স্ক্রিপ্ট লেখতে হবে মনে হচ্ছে। প্রহেলিকার পরে এলেন ছাইরাছ ভাই। এবারে দেখচি হৃদয়ের স্পন্দন। এর পরে কে? কে সেই জিনিয়াস? লাইনে আরো কারা কারা ? হাত তুলুন। মুখ চাওয়া চাওয়ির দরকার নেই। চলে আসুন। (y)
খুশিতে যা বলেছি তাই ঠিক। সবসময় তো খুশিও লাগে না এমন। তবে মন্তব্যে আমরা কিছু নমুনা পেয়েছি। আমি ভাই সাধারণের দলে। আমি আপনাদের তিনজনের লেখার ফ্লো টা দারুন উপভোগ করেছি। আপনাদের সাথে এই সময়ে থাকতে পেরেই আমি ধন্য।
৩২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মাধুরির মাতামাতি
মদের মত মাদকতায় মাতাল
মৌনতা মধ্যখানে
মাধুর্যের মাজার -{@
হৃদয়ের স্পন্দন
অনুপ্রাণিত -{@
নীলাঞ্জনা নীলা
কি হয়েছে? সোনেলায় কি উৎসব লেগেছে? 🙂 -{@
হৃদয়ের স্পন্দন
আমি জানিনা আপু মনে হয় 😀
প্রজন্ম ৭১
আমার কোন শব্দ নেই,শুধু অবাক হয়ে দেখে যাই :p
হৃদয়ের স্পন্দন
আমারো শব্দ ছিলোনা সকল দোষ শ্রদ্ধেয় প্রহেলিকা আর শ্রদ্ধেয় হেলাল ভাই এর
অরণ্য
আমি কিন্তু উৎসব টের পাচ্ছি। আমাকে একটা ট্যালেন্ট শোর প্রোগ্রাম স্ক্রিপ্ট লেখতে হবে মনে হচ্ছে। প্রহেলিকার পরে এলেন ছাইরাছ ভাই। এবারে দেখচি হৃদয়ের স্পন্দন। এর পরে কে? কে সেই জিনিয়াস? লাইনে আরো কারা কারা ? হাত তুলুন। মুখ চাওয়া চাওয়ির দরকার নেই। চলে আসুন। (y)
হৃদয়ের স্পন্দন
এভাবে ট্যালেন্ট বলে অপমান না করলেই হত, অন্তত আমার নাম দেওয়া ঠিক হয়নি 🙁 আপনি কিন্তু কম যান না 🙂 লিখে ফেলুন চটপট
অরণ্য
খুশিতে যা বলেছি তাই ঠিক। সবসময় তো খুশিও লাগে না এমন। তবে মন্তব্যে আমরা কিছু নমুনা পেয়েছি। আমি ভাই সাধারণের দলে। আমি আপনাদের তিনজনের লেখার ফ্লো টা দারুন উপভোগ করেছি। আপনাদের সাথে এই সময়ে থাকতে পেরেই আমি ধন্য।
ব্লগার সজীব
মাথা খারাপ হবার অবস্থা ভাই।
হৃদয়ের স্পন্দন
এটা বলে আমার মাথা খারাপ করে দিলেন
ছাইরাছ হেলাল
এত খুব সুন্দর লেখা,আপনার লেখায় নকলের তো কিছু দেখছি না।
চিঠি জায়গামত পৌঁছালেই ভাল।
হৃদয়ের স্পন্দন
আমার লেখা সুন্দর? তো আপনার টা কি?
প্রহেলিকা
এ দেখি বড়ই কিপ্টুসদের সাথে সংসার পেতেছি আমি। ঘোমটার আড়ালে রাখে নিজেরে সবাই, ঠিক না ঠিক না।
হৃদয়ের স্পন্দন
আমি ঘোমটা করিনা, মেল জেন্ডার. 😀 অনুপ্রাণিত আপনার থেকে -{@
প্রহেলিকা
***মাধুরির মাতামাতি
মদের মত মাদকতায় মাতাল
মৌনতা মধ্যখানে
মাধুর্যের মাজার *****
বাপরে এমনও লেখা যায় নাকি? আগে জানতাম না। আফসোস সবাই আজকাল লুকোচুরি খেলে।
হৃদয়ের স্পন্দন
আজ জানলেন এভাবে লেখা যায় সাথে জেনে নিন এ আপনার ফসল
হৃদয়ের স্পন্দন
ব্লগবুকে স্পন্দনের দেওয়া জবাব ব্রেকিং নিউজ দেখে এলাম
স্বপ্ন নীলা
ইস— আমিতো পাগল গয়ে যাব —হায়রে শব্দের সমাহার –!! এই নিয়ে তিনজনের শব্দের আর বাক্যের খেলা পড়ে নিলাম——–
হৃদয়ের স্পন্দন
আপনিও লিখে ফেলুন -{@
শুন্য শুন্যালয়
এইবার ডিকশনারি খুঁজি নাই 🙂 সুন্দর হইছে।
খিড়কি খুলে খোলসমুক্ত খেচর……
হৃদয়ের স্পন্দন
আপু আপনি খ দিয়ে খেলনা আব্য লিখে ফেলুন না
জিসান শা ইকরাম
মাথায় শব্দ জট হয়েছে
কিচ্ছু আর বুঝতেছিনা —————
ভালো হয়েছে।
হৃদয়ের স্পন্দন
যাক ভালো লাগলো ভাইয়া
নুসরাত মৌরিন
বাহ্!!সোনেলায় লেগেছে শব্দের উৎসব…।
এই হিম হিম শীতের সন্ধ্যায় আমি তো মনে হচ্ছে শব্দের শিশিরে ডুবে যাচ্ছি!! (y)
হৃদয়ের স্পন্দন
না না আপুয় ডূবে গেলে কি করে হবে, ভাসমান থাকুন
মেহেরী তাজ
লেখা পড়ে মাথা ঘুড়ে বন বন করে ভাইয়া ^:^
হৃদয়ের স্পন্দন
আপু আপনি যখন পড়েছেন তখন মুল ভাব দেওয়া ছিলো
মরুভূমির জলদস্যু
“ম”য়ের মায়াময় মাতাল মেলায়
“প”য়ের পূন-পূন পরিবেশনে পরিপূর্ন পরিবেশ।
:p
হৃদয়ের স্পন্দন
😛
শাহানা আফরিন স্বর্ণা
ওমা একি!!! না বুঝলেও পড়ে মজা পাচ্ছি! খুব সুন্দর আবৃত্তি হয় 😀
হৃদয়ের স্পন্দন
বুঝার জন্য অদ্যাক্ষর যুক্ত লাইনের পড়ে মূল ভাব দেওয়া আছে, যাক ভালো লাগলে জেনে