পুনরায় নকলের মলম

হৃদয়ের স্পন্দন ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৫:৫৭:৫০অপরাহ্ন বিবিধ ৩২ মন্তব্য
পাপ পুণ্যের পাঠশালায়
পরান প্রাপ্ত পরাগের পাপড়ি
পশ্চাত্যে পূন্য পরিবেশে পাপ
প্রকাশ্যে পিউকাহাপিয়া প্রায়শ্চিত্তে পলাশ
প্রথম প্রেম পাচ পাতার প্রেরক
পাঠিকা পাঠে পাগল
প্রতিউত্তর প্রেরনে পাঠিকা
প্রেরক প্রাপকের পাওয়াতে পুনর্জীবিত
প্রেমিকা পরিকল্পনায় পাতে পরিবার
প্রেমের পদাচরনে প্রকৃতি পদ্যাকার
পাপ পুণ্যের বিদ্যালয়ে
পরান পরাগের পাপড়ি পায়
পিছনে পুন্য চতুর্দিকে পাপ
প্রকাশ করলেই আসবে প্রিয়া না করলেই লাল গোলাপ
প্রথম প্রেমে ৫ পাতার সে চিঠি
বালিকা পাঠে মুগ্ধ
জবাব দেয় বালিকা,পেয়ে বালক
যেনো হলো পুনরজন্ম
প্রেমিকা কল্পনার আখি নয়নে বাধে সংসার
প্রেমের আনাগোনায় পৃথিবী পদ্যকার
পড়ছেন পাঠক পড়লেন যন্ত্রনায়?
হেলাল ভাই আর প্রহেলিকা ভাই
করলো সোনেলার পাঠক পাগলপ্রায়
মজ্জাগত মনের মন্দিরে
মানবের মায়া মৃন্ময়ীর মন
মনের মাঝে মৃন্ময়ী মাতায়
মানবের মরন।
মাধুরির মাতামাতি
মদের মত মাদকতায় মাতাল
মৌনতা মধ্যখানে
মাধুর্যের মাজার
মন মঝেছে রুপ মন্দিরে
আমার মায়া পড়েছে তোমার মনে
আমার মাঝে তোমার বিচরন
ক্ষনে ক্ষনেবুঝি হয় গো মরন
রুপ আর গুনের চলছে পাল্লা
এ যেনো সুরার মাদকতা
বিচারকের ন্যায় নীরভতা মধ্যে
বিচারের সমাহার
৪৪০জন ৪৪০জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ