
(পুনরাগমন)
কতো দূর থেমে যাওয়ার গন্তব্য-
যেখানে হাঁটুগেড়ে নুয়ে পড়ে স্থির হওয়া যায়
কতো দূরে মেহগনি গাছ
তার অসীম ছায়ার চাদর
নিমগ্ন নীল আয়োজনে নির্জন আকাশের
নির্মল উদ্দেশ্য
প্রশান্তির ঘন আলোয় ছেয়ে থাকা কাঁদা মাটি
বুনোপথের নাজুক নূতন গঞ্জ হাঁট
অতি সহজীয়া মানুষের আবাস
মায়ের আঁচল
প্রেয়সীর নরম ঠোঁট
স্নিগ্ধ স্বচ্ছ হাসির কল্লোল
অমন কাঁদামাটির দমদম নৈবেদ্য পাইনি বহুকাল হলো
একটা জোনাকিও নেই এখানে
ইতর কাঠবিড়ালিও নেই
বুনোহাঁস টলমল বিল নোঙড়া পুকুর
রুপোলি সন্ধ্যার থমথমে নৈশব্দ্য_
উঁচু আকাশী বৃক্ষদল-
শেকড় বিছিয়ে দাও পৃথিবীর এপারেতেও-
ফিরে পাবো বলে বেঁচে আছি আশার ভাষায়
হৃদয় ভাষাহীন
তবুও ব্যাঙ হয়ে কবিতা পড়ছে কল্প বোধে
ও্যয়্যা ও্যয়্যা
কল্পের ভাষা চিরকাল বেঁচে থাকে এভাবে
কখনো ব্যাঙ হয়ে কখনো ডোম হয়ে-
অমন বিচরিত পাতার হিমেলি খেয়ালে
মনে মনে তবুও আছি
বহুকাল ধরে বহুদূরে জেগে
আঢ়ষ্ট কয়লার মতো
রোদমাখা গ্রামীণ দুপুর
সোনালী মাটির সুফলা যৌবন
ছুঁতে পারিনাই কতোকাল!
মায়াহীন শামুক জীবন
চূন হয়ে ওঠে সমস্ত প্রয়াস
তাই আজ জীর্ণ ক্ষণে
ছায়াহীন সূর্যকে পেয়েছি খুব কাছে
বসে আছি হৃদয়হীনের মরু উপকূলে
কতো দূরে হেরে হেরে মরবার অভিলাষ তবে
কতো দূরে
কতো সহজেই মৃত্যু আসছে হায়-
ঝড়ো যৌবনে অঙ্কের নাটকটা বুঝিনি_
অমন মাটির বুকে মাথা রেখে
কিছুকাল বাঁচা হলোনা
অমন গাছের শেঁকড় লেপ্টে ব্যাকুল হয়ে কাঁদা হলোনা
অমন মেঠোপথ আইল ক্ষেত মাড়িয়ে
হাঁটা হলোনা
মনে হয় তাই-
জীবন এক নীরব বিষ কৌটো
বয়ে নিয়ে চলছি সিরিঞ্জ গাড়ি
নিয়মিত সজীব কোষগুলোকে মারছি
যদিও আজ ছুড়ে ফেলো-পতিত বর্জ্য ভেবে_
কোনো একদিন বর্জ্য স্তুপে দুপেয়ে সূর্য উঠবে-
রঙ ছড়াবে কালোয় আলোয়
সেই সূর্যের নাম আমি-স্বচ্ছ আলোর আগামী_
(মাসুদ চয়ন)
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
থেমে যাওয়ার গন্তব্য নেই আসলে,
কিছু অতৃপ্তি থাকেই আমাদের, থাকে হাহাকার
তারপরেও আমরা আলোর দিকে ছুটি
এবং আলো আসে, আসবেই।
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
মাসুদ চয়ন
শ্রদ্ধা ও ভালোবাসা
শামীম চৌধুরী
খুব ভালো লাগলো আপনার কবিতা।
মাসুদ চয়ন
অনেক ধন্যবাদ প্রিয়
শিরিন হক
অতৃপ্তির বেদনা নিয় বয়ে চলে জীবনে বহতা নদী।
এক কৌটো সুখের খোঁজে এক বিশাল সুখসৃতি সহৃদয় গহীন থেকে গহীনে গুমড়ে কাঁদে।
আলোর দিশারি পাক আলোর পথ। নতুন প্রভাতে রবীর কিরণ।
মাসুদ চয়ন
সুন্দর কাব্য বোধ
শাহরিন
মানুষের চাহিদা অপরিসীম। কেউ জানে না কোথায় গন্তব্য। একটি তে পৌছানোর পরে আরেকটি খুজতে থাকে।
মাসুদ চয়ন
ঠিক বলেছেন আপনি
শাহরিন
ধন্যবাদ।
মাছুম হাবিবী
অনেক সুন্দর হইছে কবিতাটা
মাসুদ চয়ন
ধন্যবাদ
আরজু মুক্তা
নিশ্চয় সূর্য উঠবে। সকল পাপাচার, দূর্নীতি দূর হবে। আমরাও সেই নব আলোয় অবগাহিত হবো।
মাসুদ চয়ন
ধন্যবাদ
তৌহিদ
থেমে যেতে চাইলেই কি আর থেমে যাওয়া যায়? আলোর পথে ছুটতে হয় আমাদের। ভালো লিখেছেন চয়ন।
শুভকামনা জানবেন।