এখন চলতে পথে
চোখটি তুলে
তোমায় দেখি না,
এখন মিছেমিছি
তোমার প্রেমের
সুভাস মাখি না।
এখন ইচ্ছে হলেও
নেই না আমি
তোমায় দেবার ফুল,
আমি তোমায় ভেবে
যখন তখন
করি না আর ভুল।
\|/
এখন সত্যি করে
বলছি তোমায়
ভালোবাসি না,
এখন ইচ্ছে হলেও
তোমায় দেখে
মুচকি হাসি না।
এখন উদাস হয়ে
গাই না আমি
সুর হারানো গান,
আমি নিজেই এখন
ভাঙ্গি আমার
উড়কু অভিমান।
\|/
এখন মনের ঘরে
যতন করে
তোমায় রাখি না,
এখন চুপটি করে
কল্পনাতে
তোমায় আঁকি না।
এখন দুষ্টমিতে
হই না আমি
তোমার মনের ঘুড়ি,
আমি শূন্য মনে
শূন্যতাতে
পাখির মতো উড়ি।
১১.১১.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
মাথা দুলিয়ে দুলিয়ে ছন্দ নিয়ে আবৃত্তি করার মত কবিতা এটি, ভালোই লাগলো।
লাইনগুলো এমন ভাঙ্গা ভাঙ্গা কেন? প্রতি দুই লাইন নিয়ে একটি লাইন হলে ভালো দেখাতো।
লিখুন এখানে, অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
আলমগীর মুহাম্মদ সিরাজ
অনেক অনেক ধন্যবাদ রইলো।
লাইনগুলো এমনিতে ভেঙ্গে ভেঙ্গে দিয়েছি।
ইনশাআল্লাহ…
জিসান শা ইকরাম
এখানে অনেকেই লেখেন, আপনি তাঁদের লেখাও পড়বেন আশাকরি। -{@
আলমগীর মুহাম্মদ সিরাজ
ইনশাআল্লাহ। অবশ্যই পড়বো, অনেকগুলো পড়লাম, এখনো কমেন্ট করা হয়নি শুধু, নতুন নতুন একটু সংকোচ লাগছে
জিসান শা ইকরাম
বিসমিল্লাহ্ বলে মন্তব্য শুরু করে দিন 🙂
ভোরের শিশির
সবচাইতে ভাল লেগেছে ইমোগুলো… নিজেও যে উপভোগ করেছেন এতেই বেশ আনন্দ পাচ্ছি আমিও 😀 \|/
স্বাগতম সোনেলায়, নিয়মিত লিখুন এবং অন্যের লেখায় উপস্থিতি দিয়ে সবাইকে নিয়েই আনন্দের সাথে থাকুন। শুভেচ্ছা। -{@
আলমগীর মুহাম্মদ সিরাজ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর কমেন্টে উৎসাহিত করার জন্য।
ইনশাআল্লাহ
অরুনি মায়া
সোনেলায় স্বাগত আপনাকে | -{@
একদার ভালভাসার মানুষ টির জন্য অনুভূতির প্রকাশ একটু কেমন যেন হল | যাকনা সে দূরে সরে , যাকনা সে ভুলে | বিচ্ছেদ কখনো আনন্দের হয়না |
শুভ কামনা রইল |
আলমগীর মুহাম্মদ সিরাজ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
‘বিচ্ছেদ কখনো আনন্দের হয় না’ —কিন্তু কখনো বিরহকেই কেন জানি ভীষণ উপভোগ করতে ইচ্ছে করে।
আবু খায়ের আনিছ
শুরুতেই যে নাচ দেখালেন তা যে অব্যাহত থাকে। স্বাগতম সোনেলায়, লিখতে থাকুন অবিরাম। শুভেচ্ছা নিবেন। -{@
আলমগীর মুহাম্মদ সিরাজ
দোয়া রাখিয়েন, অনেক অনেক ধন্যবাদ রইলো
নীলাঞ্জনা নীলা
সোনেলায় ছান্দিক স্বাগতম। -{@
আলমগীর মুহাম্মদ সিরাজ
মন্তব্য পেয়ে খুশি হলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে