পাখির মতো উড়ি

আলমগীর মুহাম্মদ সিরাজ ৭ ডিসেম্বর ২০১৫, সোমবার, ০৮:৫৯:১৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

এখন চলতে পথে
চোখটি তুলে
তোমায় দেখি না,
এখন মিছেমিছি
তোমার প্রেমের
সুভাস মাখি না।
এখন ইচ্ছে হলেও
নেই না আমি
তোমায় দেবার ফুল,
আমি তোমায় ভেবে
যখন তখন
করি না আর ভুল।

\|/

এখন সত্যি করে
বলছি তোমায়
ভালোবাসি না,
এখন ইচ্ছে হলেও
তোমায় দেখে
মুচকি হাসি না।
এখন উদাস হয়ে
গাই না আমি
সুর হারানো গান,
আমি নিজেই এখন
ভাঙ্গি আমার
উড়কু অভিমান।

\|/

এখন মনের ঘরে
যতন করে
তোমায় রাখি না,
এখন চুপটি করে
কল্পনাতে
তোমায় আঁকি না।
এখন দুষ্টমিতে
হই না আমি
তোমার মনের ঘুড়ি,
আমি শূন্য মনে
শূন্যতাতে
পাখির মতো উড়ি।

১১.১১.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।

৭০৮জন ৭০৮জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ