সৃষ্টিপ্রদত্ত সৌন্দর্যের ঘাটতি নিয়ে
চেয়েছি মানুষের মানুষ আগলে রাখা
দুরবর্তী কপালে নোনা চুমুর দৃশ্যপটে
কেউ একজন বুঝিয়ে গেছে–
মুখের ভাষায় কারোর শিকড় গজায় না —- আপনিও ভাল বুঝিয়ে দিলেন, কলমের খোচাতে।
বিশ্বাস করি
অপূর্ণতায় তরজমা করে আমিও বলি-
প্রেম যখন মনোপলি মার্কেটে রূপ নেয়
সে হয় পরগাছা, না’হয় বাড়তে দেয় না।*****
তারপরও প্রেম চিরন্তন।
শুভ কামনা।
প্রেম তো দুই প্রকার আধুনিক দুই নম্বর প্রেম।আর একটা ঐশ্বরিক প্রেম। একচেটিয়া প্রেম তো চলবে না, পরগাছা মনে হবে। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা তাঁর সবকিছু মেনে চলা, এটাতে নিজের, মানুষের, পরিবেশের, আত্মার সবদিকেই ভালো হয়। আবার একটা সুন্দর প্রেম মস্তিষ্কে নিউরনের সংখ্যা বাড়িয়ে জীবনকে চমৎকার ভাবে উপস্থাপন করে।
শুভকামনা
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃষ্টিপ্রদত্ত সৌন্দর্যের ঘাটতি নিয়ে
চেয়েছি মানুষের মানুষ আগলে রাখা
দুরবর্তী কপালে নোনা চুমুর দৃশ্যপটে
কেউ একজন বুঝিয়ে গেছে–
মুখের ভাষায় কারোর শিকড় গজায় না —- আপনিও ভাল বুঝিয়ে দিলেন, কলমের খোচাতে।
নাজমুল হুদা
আমি বলতে এখানে ভাবনায় মুখ্য। ধন্যবাদ ভাই।
আলমগীর সরকার লিটন
সত্যই প্রেম এক পরগাছা ভর করে থাকে মৃত্যু পর্যন্ত —————–
নাজমুল হুদা
হ্যাঁ, উপকারী পরগাছা। ধন্যবাদ।
ফয়জুল মহী
লেখা বেশ মনোমুগ্ধকর
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
বিশ্বাস করি
অপূর্ণতায় তরজমা করে আমিও বলি-
প্রেম যখন মনোপলি মার্কেটে রূপ নেয়
সে হয় পরগাছা, না’হয় বাড়তে দেয় না।*****
তারপরও প্রেম চিরন্তন।
শুভ কামনা।
নাজমুল হুদা
হ্যাঁ, প্রেম চিরন্তন। এবং উপকারী পরগাছা।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
উর্বশী
চমৎকার উপস্থাপন করেছেন।প্রেম নিয়ে বিশ্লেষণ ধর্মী লেখা ভালই লেগেছে। আগামী লেখার অপেক্ষায় । অফুরান শুভ কামনা সব সময়।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। আরেকটি লেখা পোস্ট করার পর ব্লগে পোস্ট বিরতি দিবো অনেক দিন। তারপর সবার লেখা পড়বো একেক দিন একেক জনের।
সুপর্ণা ফাল্গুনী
প্রেম যতই পরগাছা, সর্বনাশা হোক তবুও তাকে নিয়েই যত কল্পনা, আবেগ। এটা যে চিরন্তন যুগে যুগে। খুব ভালো লাগলো ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু্। ভাবনায় প্রেম বেঁচে থাকে, থাকুক।
আরজু মুক্তা
প্রেম তো দুই প্রকার আধুনিক দুই নম্বর প্রেম।আর একটা ঐশ্বরিক প্রেম। একচেটিয়া প্রেম তো চলবে না, পরগাছা মনে হবে। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা তাঁর সবকিছু মেনে চলা, এটাতে নিজের, মানুষের, পরিবেশের, আত্মার সবদিকেই ভালো হয়। আবার একটা সুন্দর প্রেম মস্তিষ্কে নিউরনের সংখ্যা বাড়িয়ে জীবনকে চমৎকার ভাবে উপস্থাপন করে।
শুভকামনা
নাজমুল হুদা
একচেটিয়া প্রেমও পরগাছা। আর ঐশ্বরিক প্রেম উপকারী পরগাছা। মানুষের ভাবনায় অনেক কিছু খেলা করে। তাই এসব উদ্ভট ভাবনা আসে বলেই লিখি।
ধন্যবাদ আপু 😍
শামীম চৌধুরী
যাক আপনার কবিতায় জানতে পারলাম প্রেমও পরগাছা।
দারুন কবিতা।
নাজমুল হুদা
উপকারী পরগাছাও হতে পারে 😛