একটি নেক আমলের জন্য যাবে,
পিতার কাছে ওরে,
যে তোমারে খাওয়াছে তার আজীবন উপার্জন করে।
সেই দিন পিতা বলবে, চিনি না তোমায়,
কে তুমি?
এই ধরাতে পিতা বলবে তখন..
ইয়া নাফসি….. ইয়া নাফসি…..।
একটি নেক আমলের জন্য যাবে,
সেই দিন তুমি ভাইবোন স্ত্রী সন্তানের কাছে ওরে,
যাদের তুমি নিজে খাওয়াছ উপার্জন করে।
কেউ চিনিবে না সেই দিনে তোমায়,
সবাই বলবে কে তুমি?
তৃষাতুর পথিক মরুভূমিতে যেমন করে খুজে বেড়ায় জল,
তেমন করে হাশরের দিনে তুমি খুঁজবে একটি নেক আমল।
তৃষাতুর পথিক মরুভূমিতে সারাদিন খুঁজে পায় না কো জল,
শুধু করে মরীচিকা যে ছল।
সারাদিন ঘুরে ঘুরে পাবে না কো তুমি ফল।
এই ধরাতে কেউ পরের কারণে দেবে না নিজের স্বার্থবলি,
বলবে সকলে ইয়া নাফসি… ইয়া নাফসি…।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
খুব সুন্দর লিখেছেন। এ এক অনুপম সত্য। সেদিন কেউ কাউকে চিনবে না। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
নির্মম সত্য। ভালো লিখলেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
আশরাফুল হক মহিন
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক।