…………#নয়ন_বিলাস…………
যে নয়নে চেয়েছিল সমগ্র শহর
মুগ্ধ চয়নে কিছু বিমূর্ত বছর!
কিছুটা কল্পনায় সাজানো বাগান
মুহুর্ত গুলোয় এনে দিয়েছিল প্রান।
শুভ্রবসনে রক্তিম কারুকাজ
ঘোমটা মাথায়……
ঠোটে লেগে থাকা লাজ!
হয়নি বোঝা কোন ঋতুকাল
হাওয়ায় আওড়ানো কেশে
মন হয়েছে মাতাল।
সে নয়নে হয়নি কভূ
সামান্য বিলাস,
ছুঁয়ে তারে নাহি ধরি
মনে বসবাস!
সে চোখের নেশায় ছিল
কামুক আহবান।
বুঝি নাই সে চাহনি
আজ হয়েছে প্রমান।
সাবলিল চলায় ছিল
সমুদ্রের ঢেউ,
পিছু ফিরে চেয়েছিনু
বোঝেনিতো সে ও!
#সিকদার_সাদ_রহমান
০৯/০৫/২০১৮
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনার প্রফাইল পিকচার আপডেট করুন, এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছিলো, আপনি কি তা পড়েছেন?
তৌহিদ
শুভকামনা জানবেন। ভালো লেগেছে কবিতাটি।
সাবিনা ইয়াসমিন
সুন্দর লেখা, শেষটায় বিরহের সুর পেলাম। ভুল হলো কি ?
ভালো থাকুন, শুভ কামনা অবিরত।