“নীলপাতার স্বপ্নসাজ”

রিতু জাহান ১ এপ্রিল ২০১৮, রবিবার, ০২:৪২:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

লোকদৃষ্টির আড়ালে জীবনগণ্ডীর বাইরে গিয়ে,
অনিত্যের বন্ধন কাটিয়ে, আপন প্রেমের বৃত্তে আমি এক বাসকসজ্জিকা।
জীবন সংস্কারের মোহ কাটিয়ে হাজারও রাত্রির মাঝে
সাজিয়েছি শুধু এক রাত্রি।
বৃথা সব প্রতিক্ষায় উৎকন্ঠি আমি,
আমার এ অপেক্ষার রাত্রি প্রভাত হয়
প্রভাতের আলোয় দূর সব দৃষ্টিতে অপলোক চেয়ে দেখি
অঙ্গে তার নিশিযাপনের এক বিলাসচিন্হ।
,, রিতু,,,,
২৭/৩/১৮.

৪৮৭জন ৪৮৬জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ