নির্বাসিত জীবন

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ১২:২৫:২৩অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমায় যদি গো তোমরা নির্বাসন দাও,

তবে দিয়ে ঐ হিজলতলীর দ্বীপে,

একাকি নির্জনে বসে থাকব প্রকৃতির সাথে,

বসন্তের দিনে পত্র ঝরা পলাশ বৃক্ষের নিচে।

বসন্তে কোকিলের সাথে মনের অভিলাষে গান গাইব।

বিকালে লুকোচুরি খেলব ঐ গগনের কালো মেঘের সাথে,

নির্বাসিত জীবনে একাকিত্বের জন্য যদি মনে বিষন্নতা আসে,

তাহলে সন্ধ্যা বেলায়  পাহাড় পাদদেশে বসে শুনব,

ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখির কুজন ধ্বনি।

রাতে মিটমিট করে জোনাকিরা জ্বলবে সেই আলোতে,

চাঁদের বুড়ির সাথে মনের অভিলাষে গল্প কবর।

নির্বাসিত জীবনে দীর্ঘ সময় কাটানোর জন্য,

পাহাড় পাদদেশে জুম চাষ করব মনের মাধুর্য।

তাই অন্যথায় নির্বাসিত হতে চাই না।

রচনাকালঃ

১৭/০৪/২০২১

৪৯৩জন ৪৩০জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ