নিঃস্বঙ্গ রাত

এজহারুল এইচ শেখ ৯ অক্টোবর ২০১২, মঙ্গলবার, ১১:০৩:০২পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

অন্ধকারে,
ঘুমের ঘোরে
চোখের পাতা
আল্তো মুড়ে,
মাদক মনে,
হাত গুল
হাতড়ে হাতড়ে,
খোজে শুধু
একটু তোমার
আলতো ছোয়া!
হাতে ঠেকছে,
একি?
চোরা বালি আর পোড়া ঢেকি!

ভোরের বেলায়
জেগে দেখি!
জোৎস্না রাতে,
তুমি আজ ও,
তুমি খোজো
শুধু নতুন ধানের,
আতোপ চাল আর মোয়া!

আজ ও, আমার
বালিশে আছে,
পোড়ে শুধু,
বাসর রাতের,
সেই নিঃষ্বঙ্গ
কাচা হলুদের ছোয়া!
তোমার বালিশে
একি?
মনসা কাটার উল্কি!

৬৯৬জন ৬৯৬জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ