- নিঃশব্দ, নিঃসঙ্গ
- স্মৃতি ধরে আজ বহুমুখী স্বপ্ন
- ক্ষুধিত দৃষ্টি, ছায়াপথ লুকোয়,
- প্রেম না-কি বন্দী ঘরে
- নিঃশব্দে কাঁদছে নিঃসঙ্গ!
- প্রেম এক নিরেট স্হাপত্য, সৃষ্টিতে অমৃত,
- তবু যেন নিঃশব্দ প্রার্থনায় অবহেলা
- নিঃসঙ্গ ক্ষতবিক্ষত?
- প্রেম স্মৃতির কিনারায় বহুমুখী স্বপ্ন!
- প্রেম দেখি পজাপতির রঙ ডানায়
- দেখেছি অশ্রু সিক্ত নয়নে,
- কখনো নিঃশব্দ, নিঃসঙ্গ, খাঁচায় বন্দী
- সাদা কাগজে সহস্র অনুভূতি, কবিতার মঞ্চও!
- প্রেম, অপেক্ষা/প্রতিক্ষা, বেদনা, আনন্দ
- প্রেম অমৃত, গভীর শ্রদ্ধা, শীতল শয্যা,
- প্রেম, সহস্র কবিতার শব্দ, প্রেম সঙ্গ, নিঃসঙ্গ
- প্রেম, নিঃশব্দ আততায়ী মানব হৃদয়ে ঈষৎ আনন্দ!
- প্রেম আলো উদ্ভাসিত ভোরে উঠা সূর্যের কিরণ
- জোছনা ছোঁয়া আলতো ঠোঁটে পেয়সীর স্মৃতি চারণ,
- প্রেম সৌন্দর্য, স্বর্গীয় /আমৃত্যু,
- তবু কেনো দৃষ্টির আড়ালে, নিঃশব্দ /নিঃসঙ্গ!
- প্রেম, নিরন্তর ভাবনা পরিবর্তনশীল
- কোন পুরুষ বা নারীর, ছলনাময়ীর ছল নয়,??
- ছবি সংগ্রহীত,,
৮১৫জন
৬৯৪জন
২১টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
প্রেম সৌন্দর্য, স্বর্গীয় /আমৃত্যু,
প্রেম প্রতিমূর্তিস্বরূপ তাকে সুন্দর করে সাজাতে হয়,
রূপ দিতে হয়।
ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
ভালো লাগা অফুরন্ত, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
যতই যাই বলেন, প্রেমের উপরে কিচ্ছু নেই। ভালো থাকুন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
দালান জাহান
প্রেম শাশ্বত কবি চমৎকার লিখেছেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সবসময় শুভকামনা।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা দাদা, সত্যি পড়ে মুগ্ধ হলাম।
আমি প্রেম করি নাই তারপরও প্রতিবার প্রেমে পড়ি কারনে অকারনে সবার মাঝে হারিয়ে যাই এক অসম্ভব মায়ায়।
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
দিদি প্রেমে পড়তে হয়না, প্রেম তো সবার মাঝে বিরাজমান,
ধন্যবাদ দিদি ভালো লাগা অফুরন্ত,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
দারুন লাগলো। প্রেমের রূপ , বর্ণনা খুব ভালো লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা, ভালো থাকবেন সব সময়।
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো। কোমান্টিক বর্ণনা খুব ভালো লেগেছে।
ভালো থাকুন সুস্থ থাকুন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।
ভালো আর ভালোবাসা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ফয়জুল মহী
অসাধারণ লেখনী
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সবসময় শুভকামনা।
হালিম নজরুল
ভাল লাগল এই প্রেমস্তুতি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
আরজু মুক্তা
যে প্রেমেই হোক। তা যদি স্বর্গীয় মনে করতো, তহলে পৃথিবী আরও সুন্দর হতো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
প্রেম স্বর্গীয় সৌন্দর্য, ভালো থাকবেন দিদি শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
নিঃস্ব-নিঃশব্দ- নিঃসঙ্গ জীবনে কিছুই ধরা দেয় না।
একাকীত্বটাকেই চিরসঙ্গী ভেবে নিতে হয়।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি, একাকিত্বটাকেই ধরে নিতে হয়।
ভালো থাকবেন দিদি শুভ কামনা 🌹🌹