
নারী —
ক্লান্তহীন দেহ,আর অনন্ত মন,
তুমি হাসনাহেনা,
আধারে দুতি আর সুগন্ধি ছড়াও,
আলোতে চুপ,
কখনও লজ্জাবতি,
কখনও বা লজ্জাহীনা,
তুমি নাগিনী,
তুমি উর্বশী,
তুমি যোগিনী,
তুমি ধরনী।।
তুমি অচেনা জগৎ —-
কাকে কি দাও,
আর কতটুকুই বা দাও,
কেনইবা দাও,
তুমিই তা জানো।
ভালোলাগা, ভালোবাসা, না কি প্রয়োজন?
কোনটা তোমার?
তুমি কে,তুমি কার,তুমি কখন,
তুমি কোথায়,তুমি কবে?
নি মিলে উত্তর। শুধুই প্রশ্ন।
কষ্টের বাসায়, ছোট্ট একটা বাচ্চা,
নাম তার কেষ্ট।
ছবি সংগৃহীত
৬টি মন্তব্য
হালিমা আক্তার
কন্যা, জায়া, জননী। বহুমাত্রিক রূপে নারীকে জীবন অতিবাহিত করতে হয়। সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
আসলে আগডুম বাগডুম যাই মনে আসে তাই লিখে ফেলি, কিছু হলো কি হলো না তাও বুঝি না,আবার আবোল তাবোল লিখাটা প্রকাশ না করেও থাকতে পারি না। যাইহোক কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপু।
আলমগীর সরকার লিটন
চমৎকার নারী কাব্যিক লয় কবি দা
অনেক শুভ কামনা রইল
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ লিটন দা।আপনার মন্তব্য পেয়ে উতসাহীত হলাম।অনেক ধন্যবাদ আমার আবোলতাবোল লিখার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
নারীরা এমনই বেশ
রূপের নেইকো শেষ!
সুন্দর কাব্যিক নিবেদন। শুভ কামনা জানবেন সতত।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
চমৎকার মন্তব্য লিটন দা। ভালো থাকবেন