নারী দিবসের শুভেচ্ছা

হালিমা আক্তার ৭ মার্চ ২০২২, সোমবার, ১১:৪৪:০৩অপরাহ্ন অন্যান্য ১৪ মন্তব্য

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর এ দিনটি অনেকটা উৎসব আলোকে পালিত হয়। নারী সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। নারী অধিকার বা নারী সমতার কতটুক উন্নয়ন ঘটছে। নারী কি কোন শৃংখল মুক্ত হতে পেরেছে। এখনো আমাদের দেশে মেয়েদের মানিয়ে চলা ও মেনে নেওয়া জীবন অতিবাহিত করতে হয়। সর্ব প্রথম নারী একজন মানুষ একথা টি আমরা পরিপূর্ণ ভাবে স্বীকার করতে চাইনা। আন্তর্জাতিক নারী দিবসের প্রচেষ্টা সফল হোক। নারী এগিয়ে যাক সমতার হাত ধরে। সকলকে নারী দিবসের শুভেচ্ছা।

কবি নজরুল ইসলামের নারী কবিতা পাঠের লিংক **এখানে**

 

ছবি সংগ্রহ- নেট থেকে।

৬০০জন ৪৬২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ