নব সাজে নব রূপে চেয়ে আছে আমি
বিকেলে আরতি চুপে জানে অন্তর্যামী।
বসন্তের আগমনে অলি ছোটে ফুলে
প্রেমের ব্যথা ফাগুনে মনে দু দু কূলে।
ফুলের সৌরভ মনে দীর্ঘ পথে চলা
নাহি আসে সাথে ক্ষণে কি জানি কি বলা।
প্রেমের পরশ পেয়ে উড়ুউড়ু মন
সদা যায় গান গেয়ে সখী তোমা সন।
প্রেমের আগুন জ্বলে দিল পুড়ে শেষ
জীবন সুখের ফলে ভরা প্রেমে বেশ।
প্রিয়জন কাছে থাকা কি যে লাগে ভালো
জোনাকের আলো রাখা তিমিরেতে জ্বালো।
রচনাকালঃ
২১/০৭/২০২১
অরিত্রিক কবিতা ৮+৬
——————————
কন্যা সন্তান
জাহাঙ্গীর আলম অপূর্ব
বাপের বাড়ি যাবার কালে
খুশি কন্যার মন,
কত কিছু ভাবে সদা
শুধুই ক্ষণে ক্ষণ।
বাপের গৃহে এলে কন্যার
দৃঢ় মনো’বল
স্বামীর গৃহে যাবার কালে
চোখে আসে জল।
সুখে দুখে জীবন তরী
বাপের গৃহে টান,
ঘাত প্রতিঘাত জীবন মুখে
মান আর অভি’মান।
বাপের গৃহে থেকে কন্যার
বেলা গেছে ওই,
স্বামীর গৃহে নেইতো কোথা
প্রাণের প্রিয় সই।
বাপের গৃহে কন্যা সন্তান
থাকে সুখে তাই,
বাপের গৃহে মতো শান্তি
অন্য কোথাও নাই।
বাপের গৃহে কষ্ট করে
থাকে সেথায় মন,
শ্বশুর গৃহের সুখে ভরা
যেমন পদ্ম বন।
রচনাকালঃ
২২/০৭/২০২১
৪+৪/৪+১
১১টি মন্তব্য
নাজমুল আহসান
জাহাঙ্গীর, আপনাকে একটা পরিসংখ্যান দেই।
আগস্ট ১, ২০২১ তারিখ, সকাল ৭ঃ১৯ মিনিট থেকে এখন পর্যন্ত আপনি ১০০টি মন্তব্য করেছেন। এর মধ্যে ৯৭টা মন্তব্য করেছেন নিজের পোস্টে। অন্যদের পোস্টে মন্তব্য করেছেন মাত্র ৩টা।
– ব্লগার তৌহিদুল ইসলামের পোস্টেঃ আগস্ট ৪, ২০২১ রাত ৮:২০ মিনিটে
– ব্লগার মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরীর পোস্টেঃ আগস্ট ৪, ২০২১ রাত ৮:২৪ মিনিটে
– ব্লগার রিতু জাহানের পোস্টেঃ আগস্ট ২৪, ২০২১ বিকেল ৩:৪৪ মিনিটে
আপনার কি মনে হয় না, নিজের লেখার পাশাপাশি অন্যদের ব্লগারদের লেখাও পড়া উচিৎ, মন্তব্য করা উচিৎ?
জাহাঙ্গীর আলম অপূর্ব
আপনি সুন্দর মন্তব্য করেছেন।
আমি এখন থেকে চেষ্টা করব।।।
শুভকামনা রইল সতত।।।
আরজু মুক্তা
এর আগেও অনেকবার বলা হয়েছে। যাহা লাউ তাহাই কদু।
নাজমুল আহসান
আপনারা তো বলেছেন, আমিও একবার বলে দেখলাম 🙂
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার অনুভব —
প্রিয়জন কাছে থাকা কি যে লাগে ভালো
জোনাকের আলো রাখা তিমিরেতে জ্বালো।
রোকসানা খন্দকার রুকু
বাপের বাড়ি সুখের হাড়ি
মন পরে রয়,,
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
বাপের বাড়ি আসলে পরে ফিরে আসে প্রাণ।
শশুর বাড়ি যাইবার কালে প্রাণ করে আনচান। যাই হোক এখন প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।।।
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল