বই ,

রত্ন খুঁজি গোবর তলে
ঘুরে বেড়াই গাঁয়ের ছেলে
হওনি তুমি বইয়ের পোকা
আড্ডা মারতে বড়ই মজা।

খুলে দেখিনি বইয়ের পাতা
গোবর তলে গেছে মাতা
বই খুলে তাই দেখ না খোকা
জ্ঞানী হতেই বড়ই সুজা।

বইয়ের পাতয় রত্ন উড়ে
হাজার মুক্তা,মাণিক পাবে
বই পড়লে তুমি জ্ঞানী
সবার চেয়ে হবে ধনী।

সঞ্জয় মালাকার //

১০৯১জন ৯৮৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ