
ধুলোর শহরে বৃষ্টি এলো নেমে
বিষণ্ণতায় ভরাআমার বুক
মেঘ শাবকের কান্নার সুর
শহর জুড়ে বিরহে ব্যথাতুর ।
এক প্রহরের স্বপ্ন গাঁথা
বৃষ্টির জলে ভাসে
চেনা পথা, চেনা গলি, অচেনা হয়
ভালবাসার সর্বনাশে ।
এ পথেই ছিল বড় টান
নিঃশ্বাসে ছিল শহরের ঘ্রাণ
স্পর্শ ছিল স্পন্দন জুড়ে
বৃষ্টির জলে সব অবসান ।
এ শহর জুড়েই জীবনানন্দের রচনা
এ শহর জুড়েই আমার বঞ্চণা
কোন টানে, কোন অভিমানে
কাঁচাগোল্লায় স্বাদ মিটলো না ।
আর যদি না হয় দেখা
মাখা না হয় স্পর্শের ধুলো
কথা না হয় প্রাণে প্রাণে
শহর তুমি থেকো ভালো ।
রচনা কাল ঃ ১০/০২/২০২২
নাটোর
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃতি যেথায় আটকে মগজে
মন সেখানে অনন্তকাল জুড়ে
রেখে দেয় আনচান হৃদয় মাঝে।
ভালো লাগলো কামরুল ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
হালিমা আক্তার
এক প্রহরের স্বপ্ন গাঁথা বৃষ্টির জলে ভাসে।
চমৎকার শব্দ শৈলী। শুভেচ্ছা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
ফাল্গুনের বাসন্তি শুভেচ্ছা সহ অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
মন বিষন্ন হলে মনে হয় চারপাশের সব কিছুই যেন বিষন্নতায় ডুবে আছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা