
ভিতরে হুমড়ি খেয়ে একদিন খুঁজে দেখেছি নিরবে;
বিশেষ করে- প্রেমিকার চোখ প্রতিবাদ করতে জানে
আকাশের সাথে চোখের কোনো তফাত থাকে না
জমিন থেকে তাকালে যেমন গুচ্ছ গুচ্ছ মেঘ উড়ে
তোমার চোখে সেদিন রাতের মেঘ ছিলো
এক খণ্ড সাহসী লাল মেঘে বুঝে নিয়েছি
চোখের পরিপূর্ণ ইতিহাস না জেনে প্রতিবাদ করে
শুধু বলেছিলে- ‘ওই! থাক না বিশ্লেষণ করো না।’
সেদিন থেকে- ঘাসে শুয়া পাতা আর তোমার চোখ
স্পর্শ পেলে পাতা যেমন নেতিয়ে যায় নরম ডালে
আঙুলের শাসন পেলে হয়ত তুমি
একবার- আস্তে আস্তে গুটিয়ে নিবে তোমার তুমিকে
বন্ধ চোখের ফুঁৎকারে কষ্টের মেঘ সরাবে আপন করে
আগে বলেছি- আহত চোখের ব্যাখ্যা হয় আমার মতো
চোখের ভাবে রচিত পাঠক প্রিয়তা পায় দ্বিতীয় চোখ
চোখে চোখ গেঁথে অনুবাদে এখন বুঝো আমার চোখ।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১০টি মন্তব্য
সাখিয়ারা আক্তার তন্নী
প্রেমিকার চোখ প্রতিবাদ করতে জানে,
ভালো লিখেছেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💜
নিতাই বাবু
ভালো লাগলো লেখাটি পড়ে দাদা। তা আপনার লেখা বলে কথা!
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ দাদা ভাই💞
সঞ্জয় মালাকার
ভালো লাগলো দাদা লেখাটি পরে।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 💞
সাবিনা ইয়াসমিন
আহত চোখের ভাষা যে পড়তে জানে, সে কেবল সাহসী নয় প্রকৃত প্রেমিক।
এই লেখাটি তোমার সেরা লেখারগুলোর মাঝে অন্যতম। খুব ভালো লাগলো।
শুভ কামনা নাজমুল 🌹🌹
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ আপু 💞
রেহানা বীথি
ভীষণ সুন্দর লিখলেন
আরজু মুক্তা
চোখ দিয়ে মনের কথা বোঝা। দারুণ।
শুয়া পোকা হবে নাকি লাইনটাতে?