দূগ্গা মা,

সঞ্জয় মালাকার ২২ আগস্ট ২০২০, শনিবার, ০৫:২২:৪৮অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
  • পূজার আগমনী শুভেচ্ছা রইলো।
  • দূগ্গা দেবী,,
  • মা’গো ঢাকের তালে শঙ্খ বাঁজে
  •        মনের গহীন বনে,
  • মা’গো শরৎ ছন্দঃ দোলায় প্রাণে
  •        তোমার আগমনে!
  • মা’গো সূর্য উঠার আগেই উঠি
  •         ছুটি পুষ্প বনে,
  • মা’গো শারদ আকাশ কালো মেঘে
  •         শরৎ কুঞ্জ বেনে!
  • মা’গো আড়শী নগর পড়শী পাড়ায়
  •         চলছে কুমার তুলি,
  • তোমার প্রতি মায়া জাগায়
  •         পুষ্প স্মরণী!
  • মা’গো পথ গুলু’ও ধুলো উড়ায়
  •          আসছ বলে তুমি,
  • মা’গো  শিশু কিশোর রং উড়ায়
  •          দিয়ে শঙ্খ ধ্বনি!
  • মা’গো আসছ তুমি বছর ক্ষাণিপরে
  •          আমার পাড়ায় এসো মা’গো
  • দিও চরণ ধুলি!
  • মা’গো মুক্তি করো পাপের শাসন
  •          ধন্য করো জগৎ,
  • তুমি আসছ বলেই চলছে মা’গো
  •           পূজার আয়োজন!
  • ভুল হলে ক্ষমা করবেন,ধন্যবাদ।
৮৬৯জন ৭২৬জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ