- পূজার আগমনী শুভেচ্ছা রইলো।
- দূগ্গা দেবী,,
- মা’গো ঢাকের তালে শঙ্খ বাঁজে
- মনের গহীন বনে,
- মা’গো শরৎ ছন্দঃ দোলায় প্রাণে
- তোমার আগমনে!
- মা’গো সূর্য উঠার আগেই উঠি
- ছুটি পুষ্প বনে,
- মা’গো শারদ আকাশ কালো মেঘে
- শরৎ কুঞ্জ বেনে!
- মা’গো আড়শী নগর পড়শী পাড়ায়
- চলছে কুমার তুলি,
- তোমার প্রতি মায়া জাগায়
- পুষ্প স্মরণী!
- মা’গো পথ গুলু’ও ধুলো উড়ায়
- আসছ বলে তুমি,
- মা’গো শিশু কিশোর রং উড়ায়
- দিয়ে শঙ্খ ধ্বনি!
- মা’গো আসছ তুমি বছর ক্ষাণিপরে
- আমার পাড়ায় এসো মা’গো
- দিও চরণ ধুলি!
- মা’গো মুক্তি করো পাপের শাসন
- ধন্য করো জগৎ,
- তুমি আসছ বলেই চলছে মা’গো
- পূজার আয়োজন!
- ভুল হলে ক্ষমা করবেন,ধন্যবাদ।
৮৬৯জন
৭২৬জন
২৬টি মন্তব্য
শামীম চৌধুরী
মা’গো মুক্তি করো পাপের শাসন
ধন্য করো জগৎ,
এই হোক সবার প্রার্থনা।
সুন্দর হয়েছে কবিতাটি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
দাদা আপনিও ভালো থাকবেন সবসময়,
শুভ কামনা রইলো //
সুপর্ণা ফাল্গুনী
মা আসছে সবার মঙ্গল নিয়ে । দূর হোক সব দুঃখ, জরা, ব্যাধি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, মায়ের আগমনে সবার জীবন হোক আনন্দময়।
আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
মা’গো ঢাকের তালে শঙ্খ বাঁজে
মনের গহীন বনে,
মা’গো তুমি আসবে শরৎ এসে
দোলায় প্রাণে
দুগ্গা মা তোমার চরণ তলে
সপে দিলাম মনে প্রাণে।
শারদীয়া শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, দাদ্ আপনাকে মায়ে আগমনী শুভেচ্ছা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
গড়ে উঠুক অসাম্প্রদায়িক বাংলাদেশ। ভাল থাকবেন।
সঞ্জয় মালাকার
হু, ঠিক বলেছেন দাদা, অসাম্প্রদায়িক বাংলা চাই,
আনন্দে হাসিতে চলিতে চাই।
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা, ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
অসাধারণ ভাবে অনুপম লেখা I
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ প্রিয় দাদা কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ভালোবাসা।
ভালো থাকবেন শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
মা আসছেন
কী আনন্দ।
শরতের আগমনী রূপে।
মায়ের আগমনে সকল দুঃখ জ্বরা ব্যধি দূর হোক।
.
খুবি ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
মায়ের আগমনে সকল দুঃখ জ্বরা ব্যধি দূর হোক
আনন্দ ফিরে আসুক সবার ঘরে।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
কামাল উদ্দিন
মায়ের আগমনে দুর জগতের সকল দুঃখ কষ্ট জড়া
কামাল উদ্দিন
মায়ের আগমনে দুর হোক জগতের সকল দুঃখ কষ্ট জড়া
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
দাদা ম্ আসছে মঙ্গল হাতে সকলের দুঃখ গ্লানি মুছে দিতে।
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
শুভ কামনা॥
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা, ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
তার আগমনে, পৃথিবী আবারও সুন্দর হোক।
এ কামনা করি
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, মন্তব্যে সহমত,
দেবীর আগমনে সকল সৃষ্টির অনুকূলে শান্তিফিরে আসুক।
অপনার জন্য শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
স্রষ্টার দয়ায় সকল পংকিলতা আসুক সদা সকল মংগল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা,
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল একরাশ শুভেচ্ছা।
উর্বশী
মা শছেন,তাতেই তো মহা খুশি।তার আগমনে সব অশান্তি, পাপ দূর হয়ে যাবে। সমস্ত পৃথিবী অপরুপ সুন্দর সৃষ্টি হবে । খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় আপু, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা, ভালো থাকবেন সব সময় শুভ কামনা /