
দুই বন্ধু রুমে বসে মোবাইল টেপাটেপি করছে। ইতিমধ্যে এক বন্ধ অন্য বন্ধুকে বলছে – তুই কি রামের প্রেমিকাকে দেখেছিস?
অতনুঃ না তো। বদমাশ অনেকদিন দেখাবে দেখাবে করে আর দেখাচ্ছে না।
অতুলঃ তাহলে তুই প্রতিদিন বিকেল ৪ টা থেকে ৫ঃ৩০ পর্যন্ত যেভাবে পারিস রামকে ব্যস্ত রাখ। মেসে ডেকে জমিয়ে আড্ডা দে।
অতনুঃ কেন? আমার দরকার নেই।
অতুলঃ আসলে রামের প্রেমিকা বেশ সুন্দর ও নাদুসনুদুস। আমার সাথে বেশ খাতির আছে।
অতনুঃ হুমম, বুঝতে পেড়েছি। তাহলে আজ থেকেই লেগে পর। তবে কাচ্চি বিরিয়ানি…।
অতুলঃ হুমম, হবে।
দশবার দিন কেটে গেলো। অতুল শুধু মিষ্টি মিষ্টি হেসে যাচ্ছে। অতনু শুধু ট্রিট পেয়ে যাচ্ছে। আর রাম! ফাঁকিতে। তবে রামের কাছে ধীরেধীরে ব্যাপারটা বেশ ঘোলাটে লাগতে শুরু করেছে। আচমকাই একটা রহস্যের গন্ধ রামের নাকে উৎপাত করছে। এরকম সন্দেহে রাম অতনুকে বলেই উঠলো – ঘটনাটি কি?
অতনুঃ কিসের ঘটনা? কোন ঘটনা?
রামঃ এইযে আমাকে প্রতিদিন হেনস্তা করছিস। নিশ্চয়ই কোন একটা গন্ডগোল আছে।
অতনুঃ তুইও তো আমার আর অতুলের সবচেয়ে কাছের বন্ধু। তোর কাছে গোপন করে কি হবে?
রামঃ মানে? তুই কি গোপন করেছিস?
অতনুঃ রাগ করিস না বন্ধু। আসলে (মিনমিন করে)….।
রামঃ মিনমিন না করে সোজাসুজি বল তো।
অতনুঃ তোর প্রেমিকার সাথে অতুলের বেশ খাতির আছে।
রামঃ মানে? কি বলতে চাইছিস?
অতনুঃ অতুল তোর প্রেমিকার প্রাক্তন প্রেমিক।
রামঃ প্রেমিকা মানে? বর্তমানে, আমারতো কোন প্রেমিকা নেই। যাও একটা ছিলো তার সাথেও ব্রেকআপ হয়েছে কিছুদিন হলো।
অতনুঃ কি বলছিস তুই ?
রামঃ হুমম, সত্যি বলছি।
অতনুঃ তাহলে অতুল রোজরোজ কার সাথে…?
রামঃ (মুচকি হেসে) দ্যাখ তোর প্রেমিকার সাথে তো আবার…।
অতনুঃ কি বলছিস? মাথা ঠিক আছে তোর?
রামঃ ঠিক থাকবে না কেন। তুই নিজেই একটু ভাব, তোকে এভাবে প্রতিদিন একা রেখে তাহলে ও কোথায় যায়?
অতনুঃ সালা আজকে আসুক। তারপর মজা দেখাচ্ছি…।
১৫টি মন্তব্য
কামাল উদ্দিন
বন্ধু বেঈমান
নৃ মাসুদ রানা
হতে পারে,
এস.জেড বাবু
অতনুঃ তাহলে অতুল রোজরোজ কার সাথে…?
রামঃ (মুচকি হেসে) দ্যাখ তোর প্রেমিকার সাথে তো আবার…।
অতনুর কাঁচ্চি বিরিয়ানির সাথে কোক লাগবে, ওর গলায় ঠেকলো বলে-
অসাধারণ
বেশ উপভোগ্য ছিলো।
নৃ মাসুদ রানা
সমস্যা নেই অন্য গল্পে সবকিছু বাড়তি দিয়ে দেব।
এস.জেড বাবু
পরবর্তি গল্পের অপেক্ষায় থাকলাম প্রিয় লিখক।
সুরাইয়া পারভিন
অন্যের জন্য খাল কাটলে সে খালে নিজেকেই পড়তে হয়।এ এক অমোঘ সত্য।
চমৎকার শিক্ষনীয় গল্প
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, আসলেই সত্যি কথা বলেছেন।
তৌহিদ
এটাই হয়, অন্যকে বিপদে ফেলার চেষ্টা করলে নিজের সেখানে পতিত হতে হয়। শিক্ষণীয় লেখা ভাই।
শুভকামনা জানবেন।
নৃ মাসুদ রানা
শিক্ষণীয় লেখা ভাই…
আরজু মুক্তা
যা হয় আজকাল। প্রেম নেই, ভালোবাসা নেি। শুধু ধোঁকা।
নৃ মাসুদ রানা
ধোঁকা ধোঁকা আর ধোঁকা…
সঞ্জয় মালাকার
এটাই বাস্তব, অন্যকে বিপদে ফেলার চেষ্টা করলে নিজের সেখানে পতিত হতে হয়। শিক্ষণীয় লেখা দাদা।
ভালো লাগলো খুব ভালোবাসা অফুরন্ত।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
মোহাম্মদ দিদার
সব জায়গাতেই বেঈমানি..
বেশ ভালো লাগলো
নৃ মাসুদ রানা
বেইমানি ছাড়া দেশে কিছু আছে কি?