দুষ্টুমি – বন্ধুত্বের রংতামাশা

মুহম্মদ মাসুদ ৩১ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৬:২০:২৮পূর্বাহ্ন গল্প ১৫ মন্তব্য

 

দুই বন্ধু রুমে বসে মোবাইল টেপাটেপি করছে। ইতিমধ্যে এক বন্ধ অন্য বন্ধুকে বলছে – তুই কি রামের প্রেমিকাকে দেখেছিস?
অতনুঃ না তো। বদমাশ অনেকদিন দেখাবে দেখাবে করে আর দেখাচ্ছে না।
অতুলঃ তাহলে তুই প্রতিদিন বিকেল ৪ টা থেকে ৫ঃ৩০ পর্যন্ত যেভাবে পারিস রামকে ব্যস্ত রাখ। মেসে ডেকে জমিয়ে আড্ডা দে।
অতনুঃ কেন? আমার দরকার নেই।
অতুলঃ আসলে রামের প্রেমিকা বেশ সুন্দর ও নাদুসনুদুস। আমার সাথে বেশ খাতির আছে।
অতনুঃ হুমম, বুঝতে পেড়েছি। তাহলে আজ থেকেই লেগে পর। তবে কাচ্চি বিরিয়ানি…।
অতুলঃ হুমম, হবে।
দশবার দিন কেটে গেলো। অতুল শুধু মিষ্টি মিষ্টি হেসে যাচ্ছে। অতনু শুধু ট্রিট পেয়ে যাচ্ছে। আর রাম! ফাঁকিতে। তবে রামের কাছে ধীরেধীরে ব্যাপারটা বেশ ঘোলাটে লাগতে শুরু করেছে। আচমকাই একটা রহস্যের গন্ধ রামের নাকে উৎপাত করছে। এরকম সন্দেহে রাম অতনুকে বলেই উঠলো – ঘটনাটি কি?
অতনুঃ কিসের ঘটনা? কোন ঘটনা?
রামঃ এইযে আমাকে প্রতিদিন হেনস্তা করছিস। নিশ্চয়ই কোন একটা গন্ডগোল আছে।
অতনুঃ তুইও তো আমার আর অতুলের সবচেয়ে কাছের বন্ধু। তোর কাছে গোপন করে কি হবে?
রামঃ মানে? তুই কি গোপন করেছিস?
অতনুঃ রাগ করিস না বন্ধু। আসলে (মিনমিন করে)….।
রামঃ মিনমিন না করে সোজাসুজি বল তো।
অতনুঃ তোর প্রেমিকার সাথে অতুলের বেশ খাতির আছে।
রামঃ মানে? কি বলতে চাইছিস?
অতনুঃ অতুল তোর প্রেমিকার প্রাক্তন প্রেমিক।
রামঃ প্রেমিকা মানে? বর্তমানে, আমারতো কোন প্রেমিকা নেই। যাও একটা ছিলো তার সাথেও ব্রেকআপ হয়েছে কিছুদিন হলো।
অতনুঃ কি বলছিস তুই ?
রামঃ হুমম, সত্যি বলছি।
অতনুঃ তাহলে অতুল রোজরোজ কার সাথে…?
রামঃ (মুচকি হেসে) দ্যাখ তোর প্রেমিকার সাথে তো আবার…।
অতনুঃ কি বলছিস? মাথা ঠিক আছে তোর?
রামঃ ঠিক থাকবে না কেন। তুই নিজেই একটু ভাব, তোকে এভাবে প্রতিদিন একা রেখে তাহলে ও কোথায় যায়?
অতনুঃ সালা আজকে আসুক। তারপর মজা দেখাচ্ছি…।

৬৮৯জন ৬০২জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ