দুঃখ অসুখের ঔষধ

মুহম্মদ মাসুদ ২৩ আগস্ট ২০২০, রবিবার, ১২:৩২:০৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

শহরে কাঁক ফুল ফোটে ভোরে
একদম স্নিগ্ধতার ভোরে
এ-শহরে শিশিরবিন্দুর বড্ড অভাব!

এ-শহরে মাছিরা মধু সংগ্রহ করে বাঁচে।
প্রেমিকার গোলাপি ঠোঁটের মধু!
শ্রম নেই, ঘাম নেই, ক্লান্তি যেখানে বিনোদন

অথচ, মশা যুদ্ধ করে বাঁচে
বউয়ের কোলে সুখের অসুখ!
ঘুম নেই, পবিত্রতা নেই! ভালোবাসা সেখানে নিরস্ত্র।
রক্তবমি তাদের সকালের নাস্তা ;

শহরে চিলের সংখ্যা নেই!
বহুগুণ তার-ও দ্বিগুণ
বনবন করে ঘুরছে
অলিগলি, বাছাই করা অট্টালিকায়।
আসলে! শহরে দুঃখ অসুখের ঔষধ নেই।

৫৭৫জন ৪৬০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ