কষ্ট রোপনে জায়গা নাই
জীবনমেয়াদি কোনো ভোক্তা নাই
.
এবার > জমতে জমতে বরফ হোক
| গলতে গলতে কেউ
আমার হোক।
.
কষ্ট ভোগের নিয়ম নাই
বন্টনক্রিয়ায় পরস্পরের সুখ নাই
.
এবার > পুড়তে পুড়তে কয়লা হোক
| নিভতে নিভতে কেউ
আমার হোক।
.
এবং কষ্ট আছে অনেক খাতে
সকাল,দুপুর,গভীর রাতে
.
তারপর কথায় কথায় বদল হোক
| মনের খামে মনের কষ্ট
তোমার আমার যৌথসভায় দলিল হোক।
৭৪৩জন
৫৮৯জন
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেগেছে আগের গুলোর মতো এটাও । লিখুন আরো । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
ফয়জুল মহী
শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালোই হয়েছে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সুপায়ন বড়ুয়া
কষ্ট আছে অনেক খাতে
সকাল,দুপুর,গভীর রাতে
তবু মোদের কামনা হোক
দাবি নামা পূরন হোক।
ভাল লাগলো শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা
কামাল উদ্দিন
ব্যতিক্রমী লেখা এবং ডিজাইন……শুভ রাত্রি
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
জিসান শা ইকরাম
ভিন্ন ধরনের কবিতায় অনেক ভালোলাগা।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
ভিন্ন মাত্রা, ভিন্ন অনুযোগ। ব্যতিক্রম কবিতা।
ভালো লাগলো