সে বনভূমির আড়ালেও জ্যোৎস্না নেমেছিল,
বীথিবনের মর্মর ঝরা পত্রে কারো তো বিলীন সুর,
বিবর্ণ পাতারা এখন সবাই জ্যোৎস্না হয়ে আছে,
তবু এক হিংস্র গর্জন সেই চোরা নদীটির পারে–
যেখানে নগ্ন সন্ধ্যা নেমে ছিল—
হারিয়ে ছিল জীবনের কিছু ছায়া টুকরো,
বনভূমি খুঁজে ফেরার–আদিম ভগ্নাবশেষে খুঁজে ফিরি
চকমকি জ্বলে ওঠা তোমার সুরমায় শরীর..
মনের মাঝে অরণ্যের ঘ্রাণ, শতাব্দীর ফেলে আসা চিহ্নগুলি,
পোশাকের অন্তরালে আজও লেগে আছে সে দাগ !
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বিবর্ণ পাতারা এখন সবাই জ্যোৎস্না হয়ে আছে… এই লাইনটা ভালো লেগেছে খুব। জ্যোৎস্না রাতের আলোতে সবকিছু জ্যোৎস্না হয়ে যায় আসলে। সুন্দর, খুব সুন্দর।
তাপসকিরণ রায়
মন্তব্যে খুশি হলাম।অনেক ধন্যবাদ।
অলিভার
মনের গভীরে একবার এমন একটা দাগ লেগে গেলে সত্যিই সেটা কখনোই মুছে যায় না। ভেতরে ভেতরেই থেকে যায়।
তাপসকিরণ রায়
কবিতা পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কবিতার মাঝে হাড়িয়ে গিয়েছিলাম দাদা
অনেক ভালো লেগেছে।
তাপসকিরণ রায়
হারিয়ে যেতে নেই মানা–ধন্যবাদ রইল সে জন্যে।
মোঃ মজিবর রহমান
ভাল লাগা রইল দাদা
তাপসকিরণ রায়
ধন্যবাদ নেবেন।