দাগ

তাপসকিরণ রায় ৩০ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১০:২৭:৫০অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

সে বনভূমির আড়ালেও জ্যোৎস্না নেমেছিল,

বীথিবনের মর্মর ঝরা পত্রে কারো তো বিলীন সুর,

বিবর্ণ পাতারা এখন সবাই জ্যোৎস্না হয়ে আছে,

তবু এক হিংস্র গর্জন সেই চোরা নদীটির পারে–

যেখানে নগ্ন সন্ধ্যা নেমে ছিল—

হারিয়ে ছিল জীবনের কিছু ছায়া টুকরো,

বনভূমি খুঁজে ফেরার–আদিম ভগ্নাবশেষে খুঁজে ফিরি

চকমকি জ্বলে ওঠা তোমার সুরমায় শরীর..

মনের মাঝে অরণ্যের ঘ্রাণ, শতাব্দীর ফেলে আসা চিহ্নগুলি,

পোশাকের অন্তরালে আজও লেগে আছে সে দাগ !

৫৫৮জন ৫৫৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ