
অনেক দিন ধরে মন ভালো না কেন জানি,
তাই তোমায় একটি বার দেখেছি।
সেই কবেই তুমি গিয়েছিলে,
আর আসোনি!
আসবেই বা আর কেন!
আমার কাছে ছিলনা তখন দেবার মতো রোপি!
তুমি কোথায় গিয়েছো?
কোনদিন জানতে চেষ্টা করেনি!
শুধু এইটুকুই জানি
আমাকে ছেড়েও তুমি খুব ভালো থাকবে।
থাকবে’ই না আর কেন!
তোমার তো সেখানে এখন প্রচুর রোপি
তাই সুখ বিলাসিতায় মেতে আছো।
আসলে কি জানো
তুমি আমাকে যেমনই ভাবো
আমি তেমনই,
আমি মনে করি
অল্প সুখেই আমি সুখী,
আর তুমি অধিক সুখেও দুঃখী।
সত্যি বলতে তুমি হারিয়ে গেলেও
তোমায় হৃদয়ে দেখি আর সেখানেই ঘর বাধি।
আচ্ছা তুমি কি আমায় দেখেছো কোথাও?
আমি তো তোমায় দেখেছি
যেমন ধরো জোছনা রাতে, ভোর সকালে, সন্ধ্যাবেলায়।
কতকাল হলো তুমি দূর দেশে,
কত জনম গেল তুমি আমায় ভুলে !
বকুল ফুল,বন ফুল প্রতিদিন তোমার বারান্দায়
দিয়ে আসতাম,
আর তুমি বলতে এতো ফুল!
আমি একটি কথায় বলতাম
তুমি আছো বলেই কবিতা,
তুমি আছো বলেই আমার নতুন অধ্যায় ।
মন খারাপে নয়, তোমায় দেখেছি বলেই
নতুন পৃষ্ঠা !
গভীর রাত হলেও তোমার ছবির আনাগোনা
শুধু তুমি জানো না,
তুমি কাছে নেই জেনেও মনে করি বারেবার,
তুমি ছিলে পাশে আগে আমার শতবার।
তোমায় দেখেছি কতবার শতবার,
পরকালে যেন আবার দেখা হয়
তোমার আর আমার।
৬টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
তুমি চলে যাবার পর আর নতুন করে স্বপ্ন দেখিনা,
এমনকি ভুলে গেছি চাঁদের সৌন্দর্য।
তুমি আমার নও ভাবলে যে দুঃখ হয় তার থেকে সহস্রাধিক ব্যথা পাই তুমি অন্যকারো।
এভাবেও কি সুখে থাকা যায়? ভুলে থাকার চেয়ে নাহয়
আমায় হত্যা করে যেতে পারতে!
জানোই তো তোমাকে ছাড়া আমার চলেই নাহ।
সুন্দর লিখেছেন। যারা চলে যাবার তারা প্রভাতের আলো প্রষ্ফুটিত হওয়ার আগেই চলে যায়। এটাই নিয়ম
।
ভালো থাকুন। শুভকামনা।
আরজু মুক্তা
আপনার কথা মেনে নিতে পারলাম না। উপরে যতোই ভাব দেখাক। তলে তলে সবাই ভাবে। সবাই অসুখি। তবে চলে গেলে পিছুটান না রাখাই ভালো। নিজের মতো চলাই ভালো।
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
সব সময় পাশে থাকা মানুষটা একদিন অচেনা হয়ে যায়। তবে বুঝে নিতে হবে, যে নির্বিঘ্নে চলে যায় সে পাশে থাকলেও কখনো আপন থাকেনি।
নিয়মিত লিখুন, শুভ কামনা 🌹🌹
* রোপি কি?
রোকসানা খন্দকার রুকু
যে চলে যায় সে ভেবেই রাখে চলে যাবে। দুক্খ করি আমরা পোড় খাওয়া মানুষরা।
নিয়মিত লিখুন। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
যে যাবার সে এসেছিল চলে যাবার জন্য। যাক না সে চলে আমি নতুন পথ নিব করে। শুভ কামনা।
হালিম নজরুল
ভালোবাসা
আঘাত
প্রতিক্রিয়া