প্রজাপতি উড়ে গিয়ে বলনা
আমি নই তার হাতে খেলনা
– আহারে!
: গানটা ভালো লাগে
– আমারো
: আমি সেই ছোটবেলায় শুনেছি।
আজ আবার ডাউনলোড করলাম
– আপনি বড় হয়ে গেছেন?
: আগের চেয়ে একটু হয়েছি।
আপনি তো অনেক বড়!
– অ—নে—ক বড়, সরি, ভুল হলো। বেড়ে উঠেছি, বড় হইনি এখনো।
: গানটা যখন শুনেছি তখন বয়স ছিলো ৮/৯ বছর।।তখন ডিভিডি+ সাদাকালো টিভি ছিলো।এখন ২২। একটুও কি বড় হইনি?
– ২২- মাত্র?
: আর কতটুকু?
– আহহারে….আরো বেড়ে উঠুন। বড় হয়ে যাবেন একদিন।
: সেটা কবে?
একদিন তো রোজ আসে।
রোজ তো সূর্য ঊঠে। শহরের বুকে রোজ ই তো ট্রাফিক জ্যাম থাকে।
আমি আর কত বড় হবো?
কবে আসবে সেই দিন?
– তেত্রিশ বছর আসুক!
সেদিন প্রশ্নটা নিজেকেই নিজে করে দেখবেন।
: আমি সুনীল নই
– প্রতিটা মানুষ সুনীল।
প্রশ্নটা সবার জন্য। উত্তরটা কে পেয়েছে কবে? আমি জানিনা
: উত্তর লাগবেনা।
আমি মনে করি বড় হচ্ছি এবং হয়েছি।
বয়স বাড়ছে।
– তাহলে আর কী?
আপনি উত্তরটা পেয়ে গেছেন….. শুভ কামনা।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বড় হলে মনের চিন্তাবোধ একটু বুঝার বৃদ্ধি হয় এই আর কি লিপি আপু ভাল থাকবেন
বন্যা লিপি
জনম যায় দুঃখ গুলোর বয়স কমে না……
মোঃ মজিবর রহমান
হায়! উত্তর তুমিতো দিয়েছো পাড়ি অজানায়, কি হয়েছে জানিনা শুধু এইটুকু বুঝেছি জীবন দিতে হবে পাড়ী………………………………. সেই পর্যন্ত।
বন্যা লিপি
আমি এহনো উত্তর খুঁজি দাদো…..কোন আতাল দিয়া জীবন পাড়ি দিয়া যাইতাছে ট্যারটোর পাইনা…
মোঃ মজিবর রহমান
আমি আর দুঃখ নিতে চাই না, চাই মহান স্রষ্টা কষ্ট সহিবার , সহ্য কবার শক্তি ধৈর্য্য দাও। সব উত্তর কি মিলে যায় , যায় না? কিছু প্রশ্ন যেমন করা অস্মভব তেমনি কিছু উত্তর অজানার পথে দোড়াচ্ছে , দোড়াতে দিন অবিরাম বোহেমিয়ান।
আরও ভাবতে হবে আবার আসিব উত্তর পাড়ার খেয়া ঘাটে মৎস্য তুলিতে দেখা হবে । সুস্থ থাকার অবিরাম চেষ্টা করে যায়।
বন্যা লিপি
বয়স বাড়ে না, কমে। অবসানের পথে ক্রমশঃ হাঁটে বলেই প্রতি পদক্ষেপে পদক্ষেপে বাড়তে থাকে দুঃখদের সাথে পরিচয়। পরিচয় থেকে সখতা।সখ্যতা থেকে ভালবাসা অথবা সহ্য শক্তির অসীম অভ্যস্থতা। জীবন শিখিয়ে দিয়ে দিয়ে কমতে থাকে বাড়তি বয়সের দিনক্ষণ……
খাদিজাতুল কুবরা
সম্প্রতি এ প্রশ্নের মুখোমুখি হয়েছি, “আপনার বয়স কত?”
উত্তর খুঁজছি….
দারুণ লিখলে আপু।
আমরা বৃদ্ধ হবো বড় হবোনা।
তাই প্রশ্নবোধক পথ আগলে দাঁড়াবে এটাই স্বাভাবিক।
যা কিছু হোকনা কেন নিজের মতো থাকবো, একটুও বদলাবোনা।
বন্যা লিপি
তুমি বলছো সম্প্রতি* আমি বলছি যুগান্তর ধরে চলে আসছে বড় আর বেড়ে ওঠার তারতম্য। অগোচরেই থেকে গেছে বড় হওয়ার প্রশ্নোত্তর পর্ব। প্রতিদিন শুনতে হয়….. এখন বয়স হইছে”……..
আমি তো পারিনা বয়সের ভার নিতে!! কেমন করে নিতে হয়?? আমি এর উত্তর ও খুঁজিনা।
ভালবাসা নিও❤️
হালিমা আক্তার
বড় হচ্ছি হাতে পায়ে। মননে মগজে কতটা বড় হতে পেরেছি। আবারও প্রশ্ন এসে দাঁড়ালো, তাহলে উত্তর হবে কি জানা।
বন্যা লিপি
হাত, পা, মনন,মগজ নিয়ে যদি বড় হওয়া যায়! তাহলে সবাই ঠিকঠাক বড় হয়েই যায়…..উত্তর….আপনিও খুঁজুন! আমিও খুঁজি।
সাবিনা ইয়াসমিন
ভাবছি কয়টা তেত্রিশ পার করলে সুনীল হওয়া যায়! ঐযে লিখলে প্রতিটা মানুষ সুনীল!!
আমিতো দেখি দিনদিন বয়স কমে… প্রতিদিন থেকে একটা করে দিন কমে যাচ্ছে 🙁
বন্যা লিপি
” আমি আর কত বড় হব?” প্রশ্নটা ছিলো সুনীলের। এই উক্তিটাকেই আমি উপমায় টেনে এনে বলেছি,,,,’ প্রতিটা মানুষই সুনীল। মজিবরদার দ্বওতীয় কমেন্ট রিপ্লাইতে আমিও তোমার বলা কথাগুলো আগেই লিখে দিয়েছি। ভূমিষ্ঠ হবার পর থেকেই প্রত্যেকে বাড়ার নামে আসলে বয়স কমায় পুনরায় ফিরে যাবার পথে।
সাবিনা ইয়াসমিন
ফিচার ছবি কই?
বন্যা লিপি
মনে ছিলো না।
সাবিনা ইয়াসমিন
মন কই থাকে? বয়স বাড়াও।
বন্যা লিপি
সব্বোনাশ…. এতদিন পরে এসে এতবড় ঝারি ম্যাডাম?
রোকসানা খন্দকার রুকু
কারও কারও বয়স কখনো, কোনদিনই বাড়ে না।।মরে যাওয়ার আগ মুহুর্ত পর্যন্তও না।
শুভ কামনা অশেষ।।।
বন্যা লিপি
আমরা লাউলতার বেড়ে উঠি একদিন টুপ করে ফুল ফল দিয়ে সময় ফুরোলে মরে যাব বলে। তাহলে বড় হওয়া হলো কই? তবু মানুষে মানুষে বলে বলেই ঝাল ঝাড়ে….বড় হইছো, এখনো এটুকু বোঝোনা?”
শুভ কামনা নিরন্তর🌹