
নেশাটা আর কিছুক্ষণ থাকুক!
অল্প সময় লেপ্টে থাকি শরীর জুড়ে।
ভালোবাসাটা আর কিছুক্ষণ থাকুক
আমি মাতাল হই তোমার কামখেয়ালে।
তুমি সেজে এসে পাশে বসো,
চিবুকে চিবুকে নষ্ট করে দাও সমস্ত পবিত্রতা!
অামি অল্প একটু ভালোবাসা পেলে গুলিয়ে দেব সব।
তুমি একটিবার স্পর্শ করে দেখো
আমি নির্লজ্জের মত মুছে দেব সমস্ত ব্যথা।
১০টি মন্তব্য
নাজমুল আহসান
চমৎকার কবিতা লেখেন তো আপনি!
মাছুম হাবিবী
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
চিবুকে চিবুকে নস্ট করে দাও
সমস্ত পবিত্রতা..
বাহ! দারুন সংলাপময় লেখা। 🌹🌹
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ আপুটি
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা মাছুম ভাই। আরেকটু বেশি বেশি লিখুন। এত অল্প লেখা পড়েতো মন ভরছে না ভাই 😀 🌹🌹
আরজু মুক্তা
ভালো লাগলো কবিতা। প্রেমময় কবিতা।
শুভকামনা।
মনির হোসেন মমি
চমৎকার কবিতা।
তৌহিদ
ভাউ, আপনে এতকিছুর মাঝে এত সুন্দর কবিতা কেমতে লেখলেন?
বাড়িত যান, মায়ে এই কবিতা দেখলে খবর আছে। বিয়ার পিরিতে বসায় দেয়ার বাকী নাই। আর হ্যা দাওয়াত দিয়েন কেমন? ক’দিন পরে সিলেট আইতাসি কইলাম।
মোহাম্মদ আয়নাল হক
চৎমকার কবিতা
সুরাইয়া পারভিন
তুমি একটিবার স্পর্শ করে দেখো
আমি নির্লজ্জের মত মুছে দেব সমস্ত ব্যথা,,,,, ওয়াও
দুর্দান্ত উপস্থাপন