
তুমি আমায় ডেকে নিলে
খোলা আকাশ দেখবে বলে
শীতলক্ষার পাড়ে, আকাশের নীচে
ঈশৎ বাতাসে ছলে, হাতে হাত ধরে
দু’জোড়া চোখে দেখলাম আকাশ,
নীলের গভীরতা সঁপে দিলাম মুহুর্তের তরে
ডানা মেলা পাখীর ঝঁকে, স্বপ্ন দিলাম মেলে
শান্ত নিবিড় জলে, দুজনার ছায়া,
মৃদু হাওয়া লাগে, তোমার অবাদ্য চুলে
আমি অবাক দেখি, সবাক মনে
খুঁজে ফিরি, অযাচিত প্রেম
এতোদিন কোথায় ছিলে, এমনি
কেন ডাকোনি আগে, ভালবাসার ছলে
হাজার বছরের প্রতিক্ষা যেন,
নিমেষেই যায় কেটে, তোমার পরশে,
বঞ্চনার দ্বার ভেঙে, ঝরণা ধারায়,
ছুটে চলে মন, নিরুদ্দেশে
আমি হারিয়ে যাই, ফিরে পাওয়ার ভয় নাই
পাশে থাকার গল্পে, এতো অল্পে
দুজনায় বাহুতে জড়াই , ।।
সন্ধ্যা নামে, তোমার নিঃশ্বাস হয় গাঢ়ো
আমি জেগে উঠি, চাই যেন আরো
কুয়াশের আবরণে, নব ধারা জাগরণে
ভাসি যেন দুটি প্রাণ, একই সুরে গাই গান
অনন্ত যাত্রায়, সীমা হীন মাত্রায়
বাঁধা যেন দুজনে, ভালবাসার লগনে
স্বপ্ন ডিঙায় হারালাম ।
রচনা কাল ঃ ১৯/১১/২০২০
নারায়ণ গঞ্জ
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রিয়জনকে পাশে পেলে হাজার বছরের প্রতিক্ষা এক নিমিষেই হারিয়ে যায়। সুন্দর কবিতা, অনেক ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা ও
শুভ রাত্রি
ফয়জুল মহী
অনুপম রচিত । চমৎকার ভাবে সাজানো গোছানো লেখাটি । ভীষণ ভালো লেগেছে ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হয়। ঠিক আপনার কবিতার মত।
এমন করেই সবার জীবন পূর্ণ হোক। এই কামনা।
শুভ কামনা রইলো ভাইয়া।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা আপনার জন্য
আরজু মুক্তা
জীবনে পূর্ণতা আসুক।
ভালো লাগলো কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা