তারে সেধেই যাবো

মোঃ মজিবর রহমান ৩০ জানুয়ারি ২০২২, রবিবার, ১১:২৬:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

প্রেমিকের চোখে জমে বারি
প্রেমিকের নয়ন আবছা তারি
জন্য,হন্যে খোজে অতীত
যে দিয়েছে ভাবনা জিবনটিতে
হাজারো কষ্ট বুকে জমা।

যার ভাবনায় কাটতো সারাবেলা
সে এখন অন্যের ঘরে করে খেলা।
যে ছিলো ভাবী জিবনের ভাবনা
সে এখন দুঃখ কষ্টের মুহুর্মুহু ছলনা।

সময় বদলে ঝরে পাতা
তুমি ঝরালে আমার জীবনটা,
সাগর মাঝে উত্তাল টেউ
বুকে তোমারি আত্মচিৎকার বেশ।

শুকনো ঘষ ঘষে ডালটা
হাওয়ায় দোলায় উষ্ণ শরীরটা
মরমরে ডুকরে কাঁদে অন্তরে জ্বলনটা
এই বুঝি যাবে নির্ঘাত প্রাণটা।

ছবি সোনেলা গ্যালারি থেকে।

৬২৮জন ৫১৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ