ভাইরে যে গরম পড়ছে! তারউপর আবার ঘন ঘন লোড শেডিং!
জীবন প্রায় অতিষ্ট! শহরেই যদি এ অবস্থা হয়! তাহলে ভাবুন একবার গ্রামের দিকে কি অবস্থা!
এই নিয়া একটা পুরাতন জোক্স মনে পড়ছে ….
এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই!
চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই!!
ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই!
তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, জয় বাংলা!! জয় বঙ্গবন্ধু! জয় হাসিনার সর্কার!
এই প্রচন্ড গরমে পানির তৃষ্ণা সকলেরই পায়। আপনার জানালার পাশে ছোট পাত্রে কিছু পানি রাখুন। যাতে পাখিগুলা অন্তত বেঁচে থাকে।
অনেকেই বলবেন পাখি আর কই? সব তো কাক!
বলি আরে ভাই এই কাকে আছে দেইখাই পরিবেশটা এখনো একটু বিশুদ্ধ আছে। যেহারে আবর্জনা সৃষ্টি করেন কাক না থাকলে সেসব পরিবেশ দূষিত কৈরা আপনারে শহর ছাড়া করতে বাধ্য করতো।
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
কাককে বাঁচিয়ে রাখুন
নিজ সৃষ্ট আবর্জনা হতে পরিবেশকে রক্ষা করুন।
মুহাম্মদ আরিফ হোসেইন
হুম।
বেঁচে থাকুক কাক সমাজ।
ব্লগার সজীব
পানি,গ্যাস,বিদ্যুতের সঙ্কট আর কোন সরকারের আমলে হয়নি মনে হয় 🙂 জানালার পাশে পাখিদের জন্য পানির পাত্র রাখার আইডিয়াটি পছন্দ হয়েছে 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
হৈলে হইছে।
এইসময় তো পরিবেশ এতটা রুক্ষ ছিলো না।
কিন্তু এত বছর ক্ষেমতায় থাইক্যাও বিদ্যুত সংকট, পানি সংকট, গ্যাস সংকট দূর কর্তে পারলো না ক্যান!!!!
শুধু পছন্দ হৈলে হইবে!!! পানি যে রাখতে হবে। অবশ্যই পানি রাখবেন ভাইয়া। 🙂
ইলিয়াস মাসুদ
পরিবেশ রক্ষা না করতে পারলে মানুষ নিজেকেও রক্ষা করতে পারবে না এক সময়
মুহাম্মদ আরিফ হোসেইন
ধন্যবাদ 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কাককে বাচিয়ে রাখুন ….ভাল আইডিয়া
মুহাম্মদ আরিফ হোসেইন
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
বাচাবনে ভাই।
আমি না বাচলেও।
মুহাম্মদ আরিফ হোসেইন
হে হে হে।
আপ্নে বাঁচলেই তো বাঁচবে কাক 🙂
লীলাবতী
আল্লাহ্ আমাদের যেমন রাখেন তাতেই সন্তষ্ট থাকা উচিৎ ভাইয়া 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
ওমা!
সন্তষ্টু তো আছি তাই বলে কি বেটার অবস্থার দাবি কর্তে পারবো না আপু!!
লীলাবতী
দাবী তো করতেই পারি 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
🙂 🙂 🙂 🙂
খসড়া
শেষ লাইনের থেকে জবাব দেই। আমার ছেলেকে যখন শিখানো হল পাঁচটি পাখির নাম তখন সে কাক শুনেই বলল কাক! কাককি পাখি নাকি?
ভাইরে তাও ভাল স্বরণ করুন দু বছর আগের কথা, কারেন্ট থাকতো না ২০ ঘন্টা।
মুহাম্মদ আরিফ হোসেইন
দুই বছর আগের দুনিয়া আর আজকের দুনিয়ায় অনেক তফাৎ।
দুইবছর আগে তাপমাত্রাও এতো বেশি ছিলো না।
কাক কেন পাখি নয়! পাখি কি কাক হয় :D)
নীলাঞ্জনা নীলা
পেপারে পড়েছি, কানেও শুনেছি প্রচন্ড গরম যে দেশে।
মুহাম্মদ আরিফ হোসেইন
🙁 🙁
হ্যাঁ।
প্রচন্ড গরম।
পড়া আর শুনার থেকে গরমে পতিত হওয়ার অভিজ্ঞতা বেশি দ্রুত কাজ করে।