ae55b5a04c97af50c85b6642b4c7f0e8-570b4eb4300c1

ভাইরে যে গরম পড়ছে! তারউপর আবার ঘন ঘন লোড শেডিং!
জীবন প্রায় অতিষ্ট! শহরেই যদি এ অবস্থা হয়! তাহলে ভাবুন একবার গ্রামের দিকে কি অবস্থা!

এই নিয়া একটা পুরাতন জোক্স মনে পড়ছে ….

এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই!

চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই!!

ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই!

তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, জয় বাংলা!! জয় বঙ্গবন্ধু! জয় হাসিনার সর্কার!
images-5

এই প্রচন্ড গরমে পানির তৃষ্ণা সকলেরই পায়। আপনার জানালার পাশে ছোট পাত্রে কিছু পানি রাখুন। যাতে পাখিগুলা অন্তত বেঁচে থাকে।

FB_IMG_1450532460682
অনেকেই বলবেন পাখি আর কই? সব তো কাক!
বলি আরে ভাই এই কাকে আছে দেইখাই পরিবেশটা এখনো একটু বিশুদ্ধ আছে। যেহারে আবর্জনা সৃষ্টি করেন কাক না থাকলে সেসব পরিবেশ দূষিত কৈরা আপনারে শহর ছাড়া করতে বাধ্য করতো।

৬১০জন ৬১২জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ