
তাকে বলে দিও আমার আকাশে
আজ মেঘ জমে আছে!
তাকে বলে দিও ক্ষণিক নামের সকল প্রতিশ্রুতি গুলো ওই মেঘের কাছে জমা দিয়ে দিব !
তাকে বলে দিও ছলনার নামে অভিষেক আগুন গুলো আমার আকাশের বৃষ্টি দিয়ে মুছে দিব !
তাকে বলে দিও যেখানে অজস্র সময় ব্যয় হয়েছে
আমার আকাশের বৃষ্টির শব্দের গুঞ্জনে
নতুনভাবে স্বপ্ন গড়ব !
তাকে বলে দিও আমার বৃষ্টিতে ভিজতে গেলে
কিছু অদৃশ্য দেয়াল নীরবে কাঁদবে ।
৯টি মন্তব্য
রিতু জাহান
গরব-গড়ব
অনুভূতিহীন মানুষ বোঝে না কোনো কথা।
হৃদয় নিয়ে যার নিত্য খেলা!
শুভকামনা রইলো।
আশরাফুল হক মহিন
আসলে আমার সিকিউরিটি লোক গুলো বানান ভুল করে, আমার লেখা আপলোড করার জন্য একজন লোক রাখছিলাম, ইনশাআল্লাহ এখন থেকে আমি আপলোড করবো লেখা ধন্যবাদ।
রিতু জাহান
হ🤔
সিকিউরিটি রেখেছেন লেখা পোষ্ট করতে!!
আপনি অনেক বড় মাপের লেখক বোঝা যাচ্ছে। মানে অনেক লেখেন।
পরিচয় হয়ে ভালো লাগলো।
আশরাফুল হক মহিন
আপনাকেও ধন্যবাদ, আর পরিচয় তো হলো না তাহলে বললেন যে পরিচয় হয়ে ভালো লাগলো।
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো।
শুভ কামনা ভাই
রেজওয়ানা কবির
তাকে বলে দিও সে যেন আর না আসে আমার কল্পনায়,স্বপ্নে বা বাস্তবে। আমি ভুল মানুষ চাই না।।।
ভালো লাগল, শুভকামনা
সাবিনা ইয়াসমিন
তাকে বলে দিও আমার আকাশে
আজ মেঘ জমে আছে!
তাকে বলে দিও ক্ষণিক নামের সকল প্রতিশ্রুতি গুলো ওই মেঘের কাছে জমা দিয়ে দিব ********
এই লাইনগুলো মনে রাখার মতো।
আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমের যন্ত্রণা — তাকে বলে দিও আমার বৃষ্টিতে ভিজতে গেলে
কিছু অদৃশ্য দেয়াল নীরবে কাঁদবে ।
হালিমা আক্তার
বলে দিলাম গোপন চিঠিতে। মনে রাখবে সারাজীবন ধরে। শুভ কামনা রইলো।