ডিজুজ প্রেম

তৌহিদুল ইসলাম ৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ০১:২৪:১৭অপরাহ্ন গল্প, রম্য ১০ মন্তব্য

মসজিদে নামাজ পড়ে বাসায় আসার পথে দোকানে দাঁড়ালাম টুকটাক কিছু খরচ নিব। দোকানদার ছেলেটি মোবাইলে কথা বলছে। সে আমাকে দেখে একটু লজ্জা পেলো মনে হয় কিন্তু ফোনটা রাখতে পারছে না ওপাশের জনের জন্য।

ছেলেটি বলছে- কি আর করা, তুমিতো আর আমার সামনে আসবা না তাই মোবাইলেই কথা বলতে হচ্ছে; বলেই দীর্ঘশ্বাস ছাড়লো!!
আমি তাকিয়ে আছি অন্যদিকে,কিন্তু কান তাদের কথোপকথনে।

মেয়েটি কি বললো জানিনা কিন্তু ছেলেটি বলছে আমার এম বি নাই, তোমার কাছে এম বি কার্ড থাকলে আমাকে কার্ডের নাম্বার পাঠাও।

মেয়েটির কথা শুনিনাই…

ছেলেটি বলছে- তোমাকে ফেসবুকে রিকু দিছি।
মেয়েটি হয়তো বললো- কি নামে আছে?
ছেলেটি বলছে- স্বপ্নের রাজকুমার অহিদুল!

মেয়ে এইবার নিশ্চিত বলেছে আমার এম বি কেনার টাকা নাই, ফেবুতে ঢুকতে পারছি না। আমাকে ব্যালান্স পাঠাও।

ছেলে বলছে- আমি ব্যবসা প্রতিষ্ঠানে, এখন বের হইতে পারবোনা।

মেয়ে কিছু বললো মনে হয়, দেখলাম ছেলেটি মন খারাপ করে ফোন রেখে দিল।

তবে আমি জানি মেয়েটি বলেছিল – আচ্ছা যখন ব্যালান্স দিবা তখন তোমার রিকু দেখবো!!

এসব কথাবার্তায় আমি কি খরচ নিব সেটাই ভুলে গেছি। আমি বাড়ির পথে হাটা দিলাম।

হায়রে মোবাইল!! পিচ্চি পাচ্চাদেরকেও ফেসবুকে ডিজুস প্রেমে মাতাইলা!!

৬৫২জন ৬৫২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ