জোৎস্না বন্দনা।

মনিরুজ্জামান অনিক ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৩:২০:৪৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

 

 

নীলাম্বরী,

দোয়ার খোলো।

আমি ভিজে যাচ্ছি জোৎস্নায়!

বাইরে কেমন মন খারাপের জোৎস্না বয়!

কি চাপিয়েছ উনুনে? ভাত,আলু সেদ্ধ!

দোয়ার খোল, চলো আজ পাখি হয়ে উড়ে যাই কোন আদিম বৃক্ষে।

অন্ধকার শাড়ি পড়ে যে দাঁড়িয়ে থাকে।

তার সবচেয়ে উচু ডালে দুজনে জিরিয়ে নিই,

এক পৃথিবীর দীর্ঘশ্বাস মুছে দিই দুজনে।

যেখানে থেকে পৃথিবীর কেনাবেচা আর স্পর্শ করবেনা তোমাকে আমাকে।

 

দোয়ার খোল, নীলাম্বরী..

আলু সেদ্ধ হলো?

আসো আজ জোৎস্না কুড়াই স্রোতহারা কোন নদীর বুকে।

চলো কফিন সাজাই জোৎস্নার গন্ধ মেখে গায়ে।

তুমি নীল শাড়ির ভাঁজে ভাঁজে জোৎস্না মেখে নাও..

হাতটি ধরো – চলো এবার চলে যাই গহীন কোন জঙ্গলে।

যেখানে মানুষ নয় পাখি হয়ে ডানা ঝাপটাবে

অতৃপ্ত দুটি পাখি – হাজার বছর ধরে।।

৪৪৮জন ৩৬৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ