জীবন বিবর্ণ না করি।

মোঃ মজিবর রহমান ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ০৫:৫৪:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

খুব ছোট্ট জীবন নেয়েখেয়ে ফুড়ুৎ
চল যাই বাজনা বাজাই হরেকরকম যুৎ
এই এলাম যাবার পালা ক্ষনত
থাকার জন্য এই ধরণী নইত।

এসেছি যাবো, স্রষ্টার সাক্ষাত পাবো
যদি থাকি সুপথে, গেঁথে যাবো
স্রষ্টার হাতে, রইব নিশ্চিন্তে।

হরেক রকম পাপেপাপী
ইনশা আল্লাহ মহান আল্লাহ করবে ক্ষমা
পুর্ণ আস্থা রাখি আল্লাহর রহমতে।

যতই পাপে জর্জড়িত
ততই আস্তাগফিরুল্লাহ জপিব
সহায় আল্লাহ থেকো সতত।

যাবো এইতো যাবো
চলমান চলমানেই যাবো
পিছনে ফেরা হবেনা ততখানত
স্রষ্টার দরবারে সপে প্রাণটা।

৬৫০জন ৫৮০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ