জীবনের মোহনা

শান্ত চৌধুরী ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ০৬:০১:০৭অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

থেমে আছে সব গাড়ি,

কোলাহল নেই স্টেশন।

 

যত্রতত্র নেই যাত্রীর সমাগম।

নিরবচ্ছিন্ন এক, একটি প্লাটফ্রম

অহেতুক নেই কোন জনসমাগম।

 

কিছুতেই নেই নিজস্বকরণ,

আহবান নেই কোন প্রেমিক যুগোল।

 

থমকে আছে রেলগাড়ি,

থমকে আছে কার-বাস।

 

থমকে আছে বৃত্ত-ভৈরব

থমকে আছে জীবনগাড়ি।

 

কোথায়ও নেই উৎসব

আবেদন নেই  প্রতীকী উচ্ছ্বাস।

 

জীবনের মোহনা, ভাবনা কতসম

সভ্যতার উদারতা বিলিয়ে

উৎপল মুহূর্তে সম্মিলিত আহবান।

 

অসমাপ্ত।

৬৮৬জন ৫২৭জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ