জিজ্ঞাসা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৫ এপ্রিল ২০২১, রবিবার, ০৪:১৬:৫০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

হে বিভো, কেমনে স্থাপিলা

শূন্যে সুধাকর আর সবিতারে,

জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
অদৃশ্য সমীরে যা অনুভাবিত,
জিজ্ঞাসা আমার।
হে বিভো,কেমনে স্থাপিলা,
এ নিথর মানব দেহে প্রাণ,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
ঐ জোনাকির দেহে আলো,
জিজ্ঞাসা আমার ।
হে বিভো, কেমনে স্থাপিলা
স্তম্ভবেদি হীনা এই বসুমতী,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
ফুল সৌরভ ও ফলের স্বাদ,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
এই মেদিনীতে শূচি শুদ্ধ চাতকের,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
সুধাকরের মিষ্টি মধুর আলো,
জিজ্ঞাসা আমার।
হে বিভো,  কেমনে স্থাপিলা
 সবিতারে এত প্রখর রৌদ্র,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
দিনের আলো আর আন্ধারে,
জিজ্ঞাসা আমার।
রচনাকালঃ
২২/০৪/২০২১

৬৮০জন ৫৪৫জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ