- যেদিন আমি সদ্য প্রস্ফুটিত ছিলাম
- গগনের তারকারাজি মতো উজ্জ্বল হাসিররেখা ছিল
- অজস্র মানুষের বদনখানিতে ।
শুধু আমার জন্মদাতা জন্মদাত্রী
এপাড়া ওপাড়া কত না কত মিষ্টি বিলিয়েছ,
এ খবর দেবে শুধু, লোক থেকে লোকান্তরে।
জীবন দীর্ঘ নয়,
সময়ে পরিক্রমায় শৈশব কৈশোর কাটিয়ে
যৌবনে পদার্পণে পেলাম জীবন সাথী
কিছুকাল যৌবনের মহাসঙ্গীতের রঙ্গ।
দেখতে দেখতে নিমেষেই সময় বাষ্পীভূত হয়
এই রঙ্গের দুনিয়ার মোহ বোঝার আগে,
মৃত্যুর দূত আসে চলে।
যেদিন আমি চলে যাব,
সেই দিনে লোকে বলবে,
ঐ সেই দিনে প্রস্ফুটিত ছেলেটা, এমন অকাল পক্ক হল।
দুনিয়াতে জন্মের পর চরম এক সত্য, সে হল মৃত্যু,
প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি সব শেষ মৃত্যুর কাছে,
অবশেষে হার মানতে হবে মৃত্যুর কাছে
সত্যি এই হল জন্ম – মৃত্যু।
৬৬০জন
৫১১জন
১২টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
জীবন হলো মৃত্যুর কাছে ধার নেয়া কিছু সময়।
দম নেয়ার এ যাত্রাকালে, কতো কিছুর সম্মুখীন
হতে হয় আমাদের!
কখনো দুঃখের সাগরে গা ভাসাই কখনোবা শিশির
বিন্দুর মতো সামান্য স্বচ্ছ কিছু হাসিতে ভুলে যাই
মরন নামক শকুনের কথা।
সুন্দর প্রকাশ! মৃত্যুর আত্মপ্রকাশ এভাবে হয় আগে পড়িনি।
ভালো থাকুন। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম লেখার।
শুভকামনা রইল সতত
।।
স্বপ্নীল মেঘ
লিখে যান। আমরা পড়ার আগ্রহী।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
জন্মিলে মরিতে হইবে, ইহাই চিরসত্য। জগতে কেউই/কোন কিছুই চিরস্থায়ী নয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
জন্মিলে মরিতে হবে
অমর কেবা কবে, হায়রে জীবন নদে।
শুভকামনা রইল
আরজু মুক্তা
একমাত্র মৃত্যু টাই চির সত্য।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
জন্মের পর থেকেই মৃত্যু পায়ে পায়ে হাঁটে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
একদম ঠিক বলেছেন।।।
শুভকামনা রইল।।
নার্গিস রশিদ
কাছের অনেক মানুষ চলে গেছে । মৃত্যু নিয়ে উপলব্ধি করি সবসময়। সুন্দর প্রকাশ ভঙ্গি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
যার আছে জন্ম,
তাকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।।।
শুভকামনা রইল প্রিয় পাঠক।।।