
অনাবশ্যক সংযতচিত্তে গুটি বসন্তের মতো
আমি জেগে উঠেবো পৃথিবীর নির্জন তম গ্রামের মোড়লের মুখে। আমার জন্ম দাগ মুছতে স্নো, পাউডার মাখতে থাকবে মোড়ালের বিগত তিন প্রজন্মের আউশধানের মতো নরম রমনীরা। অনাগত মোড়ালের নাতবউয়ের সাথে প্রণয়ের দ্বায়ে আমি রাজবন্দী। তাঁকেই আমি হদিস দেবো কার উদরে আছে আমার জন্ম দাগ। পৃথিবীর মোড়লদের মুখে গুটি বসন্তের দাগ হয়ে আমি বার বার জেগে উঠবো মহিষের মত নির্জন চোখ নিয়ে , আমাকে মুছে ফেলতে চাও? তবে মুখের স্নো,পাউডারের জোগান কমিয়ে মহামাতৃতের উদরে খোঁজ কর সেই জন্ম দাগ।
৩টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর একটা রূপক কবিতা কিন্তু সাজিয়ে লিখলে ভালো হতো
হালিমা আক্তার
অসাধারণ। কোন কিছুতেই মুছবেনা আমার পরিচয়। ধ্বংস করা যাবে না আমার আমিকে। আমি বারবার উঠবো জেগে। জানিনা কি বুঝলাম। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা