ঘুমিয়ে থাকা শহরে দু’জোড়া চোখ

সাতকাহন ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১২:০০:৫৮পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আকাশ মেলে দেয় ছায়াপথ
রাতের তারারা পথ দেখায়
শহুরে ঘুমে স্বপ্নচারী আমি।

টেলিপ্যাথি ঢেকে নিয়েছে মগজের রন্ধ্র
ফেসবুকে মোলায়েম একটি মুখ
কথারা সফর সেরে হাত রাখে।

ঘুমিয়ে থাকা শহরে দু’জোড়া চোখ
কবিতার পাশে বালিশ রেখেছিলো
বালিশে ঘাম, ঘামে স্বপ্নেরা অবয়ব পায়
আর ছায়াপথ দূরে সরে গেলে
হাজার যোজন দূরত্ব ঘোচাবার যন্ত্রণা
হাতফোনে বন্দি হয়।


 

৮ জুলাই ২০১৫
নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি
ঢাকা, বাংলাদেশ।

৬২৮জন ৬২৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ