একটা গাছের গল্প লিখি
না থাক একটা পাখির গল্প লিখি
না দুইটা পাখি আর একটা গাছের গল্পই লিখি নাহয়।
এক যে ছিলো গাছ।
গাছেরা যেমন থাকে তেমনি ছিলো, পাতায় পাতায় সবুজ চাঞ্চল্য, ডালে ডালে রোদের ওম মাখা উল্লাস, আর শেকড়ে প্রানোচ্ছলতা।
একদিন একটা পাখি এসে গাছের কাধে মাথা রেখে দুঃখের গল্প বলে, একলা পাখি।
গাছ একটা দুটো পাতা ঝড়িয়ে পাখির গায়ে মায়ার পরশ বুলায়ে দেয়।
আরেকটা পাখি দূর থেকে দেখে, একা পাখি।
একটু একটু করে একা পাখিটা একলা পাখির কাছাকাছি আসে, নিজের ডানার ওমে উষ্ণতা দেয় পাখিটিরে।
দিন যায় রাত আসে।
গাছের পাতায় খুশীর ঝিলিক, ডালপালা দোলায় উল্লাসে।
রাত ফুরোলে গাছটি দেখে একলা পাখিটি উষ্ণতা ফিরে পেয়ে উড়ে গেছে, একা পাখি গাছের তলায় মরে পরে আছে ।
মোরাল – লাইফ ইজ বিউটিফুল 😀
হ্যাপী ব্লগিং
ঈদ মোবারক
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই হ্যাপি ব্লগিং এবং ঈদ মোবারক।
একটি পাখি ও একটি গাছ , গল্পটি এমন হলেই ভাল হত।
আপনি ভালো গল্পকার নন। একটি নূতন গপ্ল সাজান।
সাইদ মিলটন
🙂
রাইট , আমি ভালো গল্পকার নই । আসলে গল্পের মতো জীবন হয়না তো তাই গল্পও ভালো হয়না , আমার কি দোষ ? দোষ জীবনের
ছাইরাছ হেলাল
গল্পের মত জীবন হয় না, জীবন গল্পকেও হারিয়ে দেয় এম্ন জীবন ও হয় ।
জীবনের দোষ হলেও দোষেরও সুন্দর জীবন হতে পারে , আমরা তার প্রতিক্ষা করি ।
সাইদ মিলটন
জীবন 🙂
প্রতিক্ষা 🙂
হ, প্রতীক্ষাই জীবন। তারের উপড় মেইলা দেওয়া সুতি শাড়ীর রোদ্দুরের অপেক্ষা
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কেমন এক কষ্ট এসে মন খারাপ করে দিলো ভাইয়া।
সাইদ মিলটন
মন খারাপের কিছু নাই মেঘকুমারী , এইটা স্রেফ গল্পই
কৃষ্ণমানব
হেসে হেসে কষ্টগুলো স্বাগতম জানাচ্ছেন ।।
হুম সেটাই ভালো ।
কষ্টগুলো উড়ে যাক ,
মৃদ্যু হাসির ঝলকে ।।
আরো বড় লেখা চাই ।
সাইদ মিলটন
🙂
বড় লেখার চেষ্টা করব
খেয়ালী মেয়ে
আমি সবকিছুতে কষ্ট খুঁজে পাই কেনো?
গল্পটা কি আসলে কষ্টের ছিলো?.
সাইদ মিলটন
না মনে হয় 🙂
সম্ভবত এইটা ঈশপের গল্পের টাইপ গল্প ছিলো
মিজভী বাপ্পা
অল্পের মধ্যে অনেক কিছু ব্যক্ত করতে চেয়েছেন। ভালো। তবে আরোও বিস্তারিত লিখলে ভালো হত।
সাইদ মিলটন
থ্যাঙ্কু
নুসরাত মৌরিন
একলা পাখি উষ্ণতা নিয়ে একা পাখি কে ফেলে এমন করে কেন চলে গেল? কাজটা ঠিক হয় নাই…। 🙁
পাখির চেয়ে বরং গাছ ভাল, ছেড়ে যায় না, একা পাখি তাই গাছের তলায় এসে মরে পরে রয়…।
দুঃখ দুঃখ গল্প…। 🙁
তবু লাইফ ইজ বিউটিফুল। 🙂
হ্যাপী ব্লগিং…।
ঈদ মোবারক…।
সাইদ মিলটন
পাখির চেয়ে বরং গাছ ভাল, ছেড়ে যায় না, একা পাখি তাই গাছের তলায় এসে মরে পরে রয়…।
ইয়াপ , ইয়াপ লাইফ ইজ বিউটিফুল 😀
হ্যাপি ব্লগিং
ব্লগার সজীব
এবং এটি একটি কষ্টের, নিয়মের গল্প। এমনই তো হয় ভাইয়া।
সাইদ মিলটন
হু, নিয়ম 🙂 নিয়মের জন্যই মানুষ বাচে। অথচ উল্টোটা হবার কথা
লীলাবতী
লাইফ ইজ বিউটিফুল ? এটিতে বিউটিফুলের কি আছে ভাইয়া ? 🙁
সাইদ মিলটন
ভত্তাবতী, কাউকে উষ্ণতা দিয়ে বাচিয়ে দেবার মতো বিউটিফুল আর কি আছে জীবনে?
কৃন্তনিকা
হুম, জীবন আসলেই সুন্দর
সেজন্যই সবাই বাঁচতে চায়…
ছোট্ট অনেক ব্যাপারে লুকিয়ে থাকে বড় বড় আশা, স্বপ্ন…
লেখাটি ভাল লেগেছে।
সাইদ মিলটন
হ্যাঁ জীবন আসলেই সুন্দর 🙂
এবং ছোট্ট অনেক ব্যাপারে লুকিয়ে থাকে বড় বড় শংকা, ভয়াবহ ভয়, স্বপ্নভংগ…… নিরবিচ্ছিন্ন আঁধার 🙂 তবুও জীবন সুন্দর
থ্যাংকস