গরিব যারা দুখী তারা
থাকে পোশাক বিনে,
পকেট ফাঁকা নাহি টাকা
মরে পেটের ঋণে।
শুধু কষ্ট স্বপ্ন নষ্ট
এই না জীবন তরে,
খেটে খেটে জীবন মেটে
শুধু জীবন ভরে।
জীবন পথে রথে রথে
আসে বাঁধা কত,
খাদ্য খাওয়া নাহি পাওয়া
এই জীবনে শত।
গরিব ঘরে জীবন তরে
সুখ না মিলে কভু,
একটু শান্তি শুধু ভ্রান্তি
মিলে না তো তবু।
হাসি তো নাই কষ্ট রে ভাই
এই না জীবন নদে,
দুঃখ আসে কষ্টে ভাসে
জীবন পদে পদে।
রচনাকালঃ
০২/০৮/২০২১
৪+৪/৪+২
৭২২জন
৬৫১জন
৪টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
গ্রীব দুঃখী অসহায় মানুষের করুন চিত্র ফুটে উঠেছে — হাসি তো নাই কষ্ট রে ভাই
এই না জীবন নদে,
দুঃখ আসে কষ্টে ভাসে
জীবন পদে পদে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ