
শ্রাবনের আকাশ অঝোরে টপটপ করবে। তা হচ্ছে না। যে ক’ফোঁটা পড়ছে তা ধুলোময় শুষ্ক রাস্তা- ঘাট তৃষ্ণার্ত প্রেমিকের মতো ঠোঁট লাগিয়ে শুষে নিচ্ছে। ধোয়াময়, ভ্যাপসা একটা অবস্থা।
সিডিউল টাইমে লোডশেডিং হবার কথা কিন্তু ১২০ মিনিটে যেন ১ ঘন্টা হয়ে গেছে। দিনে রাতে হিসেবের বাইরে লোডশেডিং। সামনে কি হবে তা ভেবে আতংকিত হচ্ছি। তবে যা হবে মেনে নেয়া ছাড়া কিছুই করার নেই।
আমি অবশ্য বেশ কুল আছি। গরম পানিতে শাওয়ার সেরে ছেলেকে নিয়ে লটকন খেতে বসেছি। ছেলে বলে উঠলো- থালাদিন থুদু থাও কেন? আমার থাতে এততু থেল।
– কৈ বাবা, খাই। আচ্ছা তোমার খেলনা নিয়ে আসো, খেলি।
মোটা হওয়ার এই এক জ্বালা কিছু খাইলেই লোকের চোখে লাগে। ছেলের সাথে খেলার ফাঁকে ফোনের কাজটা সেরে ফেলা যায়। আমার দুটো ফোনের একটাও আজকাল বাজে না। শীতকালের চেয়ে গরমে বোধকরি লোকজন কেউ কারো খোঁজ- খবর কমই নেয়। নাকি আমার খোঁজ কেউ নেয় না কে জানে। আমি অবশ্য নিয়ম করেই সবার খোঁজ নেই।
রেজওয়ানা কবিরকে ফোন দিলাম। তাহার ফোন বলে দুঃখিত। বাধ্য হয়ে আজাদকেই ফোন দিতে হল। পরপর বিজি বিজি বলেই যাচ্ছে। বুঝতে বাকি রইলো না লাইন ব্যস্ত নয়, আমারে ব্লক মেরেছে। কেন ব্লক মারলো তা পরে বলছি।
এবার ফোন দিলাম তাকে যিনি বলেন আমি নাকি তার খুব ভালো বন্ধু, আমি অবশ্য বলি না। কারণ তিনি বরাবর আমার সাথে চিট করেন। অনেককিছুই আমাকে বুঝে নিতে হয়। আমি রাগ করি কিন্তু দায়িত্ব থেকে সরে আসি না। তিনি অসুস্থ তাকে ফোন দিয়ে সালাম দিলাম।
– হা হা হা হা সালাম দিচ্ছ কেন?
– সালাম অর্থ শান্তি। এসময় তো তাই চাওয়া উচিত। খারাপ কিছু তো না।
– আবার হাসি, না ভাই তোমার সালামে সমস্যা আছে। মনে হচ্ছে মজা নিচ্ছ কিংবা মশকরা করছো। কোন একটার গন্ধ পাচ্ছি।
মনে হল বর্তমানে তিনি ভীষন ফুরফুরে মেজাজে আছেন নতুবা সন্দেহ বাতিক মন তার অট্টহাস্যের কারন হতে পারে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে সালাম ঠিকঠাক ছিল কিন্তু কাজ হলো না। তিনি হেসেই যাচ্ছেন।
জামাই কোথায়, কেমন, কি করছে জানা দরকার। তাকেও ফোন দিয়ে সালাম দিলাম। সালামের উত্তর না দিয়ে বললেন,
– আরে, রাখো তো তোমার সালাম। কাজ করছি বালুতে, চরের গরমে পা জ্বলে যাচ্ছে। তার উপর পাফপ্যান্ট পরছি। এতো তাপ পুরো গায়ে মনে হয় ফোসকা পড়বে।
হালকা করে বললাম, – বৃষ্টি হয়েছে, গরম সামান্য কমেছে তো!
– ধুর, বৃষ্টি। এতো তাপ, এতো তাপ। ও তোমাকে আর বলে কি হবে, তোমার তো গরমই নাই, এই গরমেও গরম পানি দিয়ে গোসল করো। কাজ কাম নাই রান্না করো, খাও আর ১২ ঘন্টা ঘুমাও। ইউজলেস ফোন হাতে নিয়ে থাকো। কথা সত্যই।
রাগে আমার অল্পের জন্য লটকন গলায় আটকালো না। আমি বতমানে ফ্রিজের মতো ঠান্ডা দেশে আছি। ভদ্রলোক বরারব অফিসের ফ্রাসটেশান আমার উপর ঝারেন। তার দুধে- আলতা সুন্দরী বস এই গরমে ফিল্ডে কাজে পাঠিয়েছেন। সুন্দরীকে তিনি ফেলতে পারেন নি। হয়তো সে সময় হেসে কুটি কুটি হয়ে ধন্যবাদসহ বেড়িয়ে এসেছেন। এখন আমাকে ঝারার জন্য ওত পেতে ছিলেন। তবে বেচারা নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। গাইবান্ধা কাছেই ছিল। আমিও আর তাকে ডাকছি না, এই গরমে রান্নাও করছি না।
বাড়ির সহকারী খলিল ভাইও আজ সকালে আসেনি। কিছুক্ষণ আগে এলো। ভাবলাম এরে একটা সালাম দেই দেখি কি রিএকশ্যান হয়? সবার কাছে তো বকা খেলাম।
খলিল ভাই সালামের উত্তর না দিয়ে বলে- বুবু জ্বর আসছে নাকি!
কি আশ্চর্য! সবার দেখি একই অবস্থা। খসখস করে উঠছে। অগত্য অনন্ত ভাইয়ার ‘ দিন দ্যা ডে’ নিয়া আসছি ওটাই ভরসা। ভাবছি দেখেটেখে সুন্দর একটা রিভিউ লিখে ফেলবো।
তো শেষ করি, রেজওয়ানার আজাদ কেন ব্লক করলো তা দিয়ে। দুদিন আগে ফোন দিয়েছিলাম ১১ টার দিকে বোন জামাইয়ের খবর নিতে।
ফোন ধরেই তিনি শুরু করলেন- তোমার নবাবজাদী তো এখনও ঘুমায়। এতোবেলা হল, রান্না না করুক। এই গরমে কি রান্না করলাম তা খেয়ে আমাকে উদ্ধার করবে। তাও ওঠে না। ওর পরিবারের লোকজনও বা কেমন ছ্যাচড়া। মেয়েকে শিক্ষা দেয় নাই, শাসন নাই। ইচ্ছে করে সবগুলারে এক এক করে ব্লক মারি। আর এটার পাছায় একটা শট লাগাই।
আমি বেশ শান্ত গলায় বললাম- আজাদ, তুমি কি আমারে বকা দিলা?
– না আপু, ছি! ছি! কি যে বলো না। তোমাকে কেন বকা দিব। তোমার আর কি দোষ!
এ সময় গলা শোনা গেল- বাবু কই তুমি?
– এইতো বাবা, আপু ফোন দিয়েছে কথা বলি। তুমি হাতমুখ ধোও খাবে না। তোমার আবার কলেজও তো আছে।
আচ্ছা আপু, রেজওয়ানা উঠেছে। এখন আমরা খাবো। ভালো থেক, আসসালামু আলাইকুম!!!
ছবি- নেটের।
১৩টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
হা হা হা। হাসানোর জন্য হলেও তোমাকে দরকার! অ….নেক হাসলাম।
বাপরে বাপ কেমনে লেখে লোকে!
হাসতে হাসতে পেটে খিল।
রোকসানা খন্দকার রুকু
পেটে খিল হোক! বাদবাকি খিল দিয়েন না। আমাকে যেতে হবে।
নিতাই বাবু
ভীষণ যন্ত্রণায় আছি। গরমে অতিষ্ঠ! আপনার পোস্ট পড়ে খুবই সন্তুষ্ট! লোডশেডিং নিয়ে দারুণ লিখেছেন, দিদি। শুভকামনা থাকলো।
রোকসানা খন্দকার রুকু
শুভকামনা দাদা।
রেজওয়ানা কবির
আসসালামুআলাইকুম, যা লিখছো বাবা!!! আজাদ কে পড়ে শোনালে তিনি হাসতে হাসতে কাহিল, তিনি বলে আপু তো তোমাকে নিয়ে যাইহোক লিখেছে কিন্তু আমিতো তারে নিয়ে কিছুই লিখি না🤣
গরমে বাকিরা হয়ত সালাম নেয়া ভুলে গিয়েছে তাই বার বার মনে করিয়ে দিতে হবে। অনেকদিন পর হা হা করে আমাদের সেই চিরচেনা অট্টহাসি তোমার লেখা পড়ে আসল। মচৎকার হয়েছে আপু❤️❤️
আসসালামুআলাইউকুম
রোকসানা খন্দকার রুকু
তোমার জামাই আমারে ব্লক মারলো তার খবর নাই, আর শয়তান বলে আপু আমি এ কাজ করতেই পারি না। ওরে রংপুরে নিয়ে গিয়ে দাদীকে দিয়ে কঠোর ধোলাই দিবো বলে দিও!!!
রেজওয়ানা কবির
ধোলাই খাওয়ানোর জন্য তাকে রেডী করতেছি🥰🥰
হালিমা আক্তার
গরমে গরম পানি দিয়ে গোসল। ঠান্ডায় কি বরফ পানি দিয়ে গোসল করা হয়। হিসেব ছাড়া সব কিছু চলে, তাই লোডশেডিংয় ও হিসাব ছাড়া। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা এই তো বুঝলেন না! উল্টা- পাল্টা নয় সারাবছরই চলে। কুসুম কুসুম গরম পানি, না হলে মাথা ব্যথা করে। এই জন্য আমারে কেউ বেশিক্ষণ সহ্য করতে পারে না।
লোডশেডিং সামনে যে কি হব? তারাতারী শীত আসুক!!!শুভকামনা আপা।
নার্গিস রশিদ
পোস্ট পড়ে খুব আনন্দ পেলাম। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
অশেষ কৃতজ্ঞতা 🥰🥰
সাবিনা ইয়াসমিন
সম্ভবত গরমে সবার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। যা বলছে তা করছে না, যা করার কথা তা ভুলে যাচ্ছে। ব্যাপারটা এবারের বর্ষাকালের মতো, অঝোর বৃষ্টি হওয়ার মাসে আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরছে আগুন!
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা 🌹