অভিযোগের বরফ জমা বুকে তাঁর অভিমান
শান্ত টলমলে চোখ, “তোমার আজ সময় হবে?”
: না।
ইদানিং তুমি ব্যস্ততার মোড়কে অদৃশ্য দুঃস্বপ্ন
একলা পোষা একা, “একটু তাড়াতাড়ি ফিরবে?
: না।
লাল আভার মিষ্টি গালে নোনতা জলের ছায়া
বুকচাপা কান্না স্বর, “তুমি খুব আজ পরিপূর্ণ।”
: হ্যাঁ। একটা গল্প শুনো-
” ঘুমো ঘুমো চোখ। গলায় ঝুলানো গামছা, টুথপেস্ট হাতে বেসিনে দাঁড়ায়। আয়নায় ভাসে এলোমেলো চুলে আবছা ঢাকা প্রিয় মুখ। তারপর রোজ রোজ কন্ঠের ন্যাকামিতে সহজ আবদার- আমাকে ব্রাশ করিয়ে দাও না, প্লীজ! পৃথিবীতে তো তাঁরাই পরিপূর্ণ।”
.
ছিপছিপ গালে হাসির ছায়া উড়ে মেঘের মতো
হঠাৎ বজ্রমুষ্টির বৃষ্টি পড়ে আমার উদোম বুকে
পলকেই- তু তু..ই কুত্তা। খা..রাপ। কষ্ট দিবি..
৫৫৩জন
৩৯৯জন
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
খুনসুটি টুকু বেশ ভালোই লাগলো।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ আহ্ কি সুন্দর খুনসুটি। ভালো লাগলো ভাই। শুভ কামনা রইলো।
হালিম নজরুল
ভাল লাগল।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুনসুটি ছাড়া যে জীবন অচল। চলুক খুনসুটি আনন্দময় হোক জীবন।
আরজু মুক্তা
দিন দিন কবি রোমান্টিক হচ্ছে।
শুভকামনা
ইঞ্জা
বেশ দুষ্টু মিষ্ট খুনসুট, খুব ভালো লাগলো ভাই, আগের গুলো পড়া হয়নি, নিশ্চয় পড়ে নেবো ভাই।
আরও বৃহত আকারে লেখা চাই ভাই।